এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় ও মিনেসোটা অঙ্গরাজ্যের বিভিন্ন কস্টকো শাখায় পাঠানোর পথে একটি ট্রাক থেকে প্রায় ৫ কোটি টাকা, অর্থাৎ ৪ লাখ ডলার মূল্যের জীবিত গলদা চিংড়ি (লবস্টার) চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রেক্সিং কোম্পানিজের সিইও ডিলান রেক্সিং জানান, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের টনটন শহর থেকে লবস্টারের এই বড় চালানটি তোলা হয়েছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই ট্রাকসহ পুরো চালানটি উধাও হয়ে যায়।
শিকাগোলাইভে দেওয়া এক সাক্ষাৎকারে ডিলান রেক্সিং বলেন, এটি এখন সারা যুক্তরাষ্ট্রজুড়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফক্স৩২ তাদের প্রতিবেদনে রেক্সিংয়ের এই মন্তব্যের কথা উল্লেখ করেছে।
তিনি আরও বলেন, এ ধরনের চুরির ঘটনা সরাসরি ব্যবসায় বড় ক্ষতি ডেকে আনে এবং শেষ পর্যন্ত এর চাপ গিয়ে পড়ে সাধারণ ভোক্তাদের ওপর, কারণ পণ্যের দাম বাড়তে বাধ্য হয়।
উল্লেখযোগ্যভাবে, চলতি মাসের শুরুতেই ম্যাসাচুসেটসের একই স্থাপনা থেকে আরেকটি সামুদ্রিক খাদ্যের চালান চুরির ঘটনা ঘটেছিল। তার পরপরই এই লবস্টার চুরির ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ডিওটি) বিষয়টি দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও পণ্য পরিবহন সংস্থাগুলোর নজরে এনেছে। দ্য ইন্ডিপেনডেন্টের বরাতে ডিওটি এক স্মারকে জানায়, কার্গো চুরি এখন যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবস্থার জন্য ক্রমেই বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে, যা প্রতিবছর দেশটির অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করছে।
স্মারকে বলা হয়, এসব অপরাধের মধ্যে রয়েছে সুযোগসন্ধানী ‘সরাসরি চুরি’—যেখানে ট্রাক স্টপ বা বহুমুখী বিতরণকেন্দ্র থেকে ট্রেলার, কনটেইনার কিংবা পণ্য লুট করা হয়। পাশাপাশি রয়েছে সংগঠিত অপরাধচক্রের পরিচালিত অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত অভিযান।
ডিওটির স্মারকে আরও সতর্ক করে বলা হয়, এই দুই ধরনের অপরাধই বড় ধরনের আর্থিক ক্ষতি করে, সরবরাহ শৃঙ্খল ভেঙে দেয় এবং অনেক ক্ষেত্রে মাদক পাচার, নকল পণ্য উৎপাদন ও মানব পাচারের মতো বড় অপরাধ কর্মকাণ্ডে অর্থ জোগান দেয়।