এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

ইরান আবারও মহাকাশে পাঠালো তিনটি নতুন উপগ্রহ। তবে এবার নিজস্ব রকেটে নয়, রাশিয়ার সোয়ুজ লঞ্চারের মাধ্যমেই পাঠানো হয়েছে এই উপগ্রহগুলো। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা দুই দেশই তাদের মহাকাশ কর্মসূচির সহযোগিতা বাড়াচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার এই তিনটি ইরানি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে উপগ্রহ স্থাপনের জন্য ইরান তার মিত্র রাশিয়ার ওপর নির্ভরতা ক্রমাগত বাড়িয়ে চলেছে।
এই তিনটি স্যাটেলাইটের কাজ হবে কৃষি, প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ নিয়মিত নজরদারি করা। ফলে দেশের এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে আরও উন্নত তথ্য পাওয়া যাবে।
'নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তৈরি' - ইরানি দূতের দাবি
ইরানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জলালি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, 'সব নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেও এই স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীদের দ্বারাই নকশা ও তৈরি করা হয়েছে।' তার এই মন্তব্য পশ্চিমা দেশগুলোর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিষেধাজ্ঞার প্রসঙ্গ সামনে এনেছে।
তিনি আরও যোগ করেন, 'আমরা (রাশিয়ার সঙ্গে) বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করছি। কিছু বিষয় প্রকাশ্য, আর কিছু আমরা স্পষ্ট করতে চাই না।'
কোন কোন উপগ্রহ পাঠানো হলো?
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, মহাকাশে পাঠানো তিনটি উপগ্রহের নাম হলো:
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ইরান ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা দেশগুলো বারবার অভিযোগ করে আসছে যে, রুশ হামলার জন্য ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে। তবে তেহরান সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
মহাকাশে উপগ্রহ পাঠানোর এই ঘটনা প্রমাণ করছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও রাশিয়া তাদের কৌশলগত ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রেখেছে।