এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

টিআরটি ওয়ার্ল্ড: আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন ইতিহাস গড়ার দাবি করেছে তুরস্ক। দেশটির শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার জানিয়েছে, তারা মানবহীন যুদ্ধবিমানের ক্ষেত্রে এক যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে।
রোববার বায়কার জানায়, তাদের তৈরি জেটচালিত মানববিহীন যুদ্ধ বিমান বায়রাক্তার কিজিলেলমা বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ ফরমেশন ফ্লাইট পরিচালনা করেছে। অর্থাৎ কোনো মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই একাধিক ড্রোন সমন্বিতভাবে আকাশে উড়েছে।
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিচালনা প্রযুক্তি ব্যবহার করে এই ফ্লাইট সম্পন্ন হয়। পরীক্ষায় দেখা গেছে, মানুষের কোনো সহায়তা ছাড়াই দুটি ড্রোন পাশাপাশি উড়ে নির্দিষ্ট কৌশল মেনে চলেছে এবং নিখুঁত সমন্বয় বজায় রেখেছে।
উত্তর-পশ্চিম তুরস্কের চোরলুতে অবস্থিত আকিনজি ফ্লাইট ট্রেনিং অ্যান্ড টেস্ট সেন্টারে এই ঐতিহাসিক পরীক্ষামূলক ফ্লাইট চালানো হয়। পরীক্ষায় কিজিলেলমার তৃতীয় ও পঞ্চম প্রোটোটাইপ একসঙ্গে আকাশে ওঠে এবং স্বয়ংক্রিয়ভাবে কাছাকাছি দূরত্ব বজায় রেখে জটিল কৌশলগত ভঙ্গিতে ফ্লাইট পরিচালনা করে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় বায়কারের প্রকৌশলীদের তৈরি স্মার্ট ফ্লিট অটোনমি অ্যালগরিদমের মাধ্যমে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এতদিন এ ধরনের ঝুঁকিপূর্ণ ক্লোজ ফরমেশন ফ্লাইট কেবল মানবচালিত যুদ্ধবিমানের ক্ষেত্রেই সম্ভব ছিল। কিজিলেলমার এই সাফল্য দেখিয়ে দিল, ভবিষ্যতের যুদ্ধে একাধিক ড্রোন একসঙ্গে, স্বাধীনভাবে এবং সমন্বিত মিশনে অংশ নিতে পারবে। এতে আকাশযুদ্ধে যেমন কৌশলগত সুবিধা বাড়বে, তেমনি মানবিক ঝুঁকিও কমবে।
এই পরীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। কিজিলেলমা স্বয়ংক্রিয়ভাবে কমব্যাট এয়ার প্যাট্রোল বা যুদ্ধ টহল মিশনও সফলভাবে সম্পন্ন করেছে। নির্দিষ্ট রুট ধরে একাধিক ড্রোন একসঙ্গে টহল দিতে সক্ষম হয়েছে। ফলে ভবিষ্যতে জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি স্বয়ংক্রিয় ড্রোন বহরের ওপর নির্ভর করে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে প্রতিরক্ষা প্রস্তুতি ও কার্যকারিতা বহুগুণে বাড়বে বলে দাবি তাদের।
Kizilelma drone, Baykar UAV, Turkey defense drone, unmanned jet drone, autonomous drone flight, AI powered drones, Turkish military technology, drone swarm technology, combat air patrol drone, future warfare drones, autonomous combat aircraft, Bayraktar Kizilelma, Turkey air defense, military drone innovation, unmanned aerial vehicle