ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২
Logo
logo

অনেক কষ্টে আতালান্তাকে ১-০ গোলে হারালো ইন্টার! শীর্ষে ফিরল মিলান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

অনেক কষ্টে আতালান্তাকে ১-০ গোলে হারালো ইন্টার! শীর্ষে ফিরল মিলান

ইতালির সিরি এ লিগ মাঝপথে আবার জমে উঠেছে। নিউ ব্যালেন্স এরিনায় রোববার (২৮ ডিসেম্বর) আতালান্তা আর ইন্টার মিলান মুখোমুখি হয়। এই ম্যাচে আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে ক্রিস্টিয়ান চিভুর ইন্টার জয়ী হয়। এই জয়ে এসি মিলানকে পেছনে ফেলে তারা আবার টেবিলের শীর্ষে উঠে এসেছে।

ম্যাচের একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। এই আর্জেন্টাইন তারকার গোলই ব্যবধান গড়ে দেয়। শীর্ষস্থান পুনরুদ্ধার করে ইন্টার।

এদিকে ১৬ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এসি মিলান। তার এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় অবস্থানে নাপোলি। আর ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ জুভেন্টাস।

এছাড়া, শিরোপার দৌড়ে আছে রোমাও। ১৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩০। এখন প্রতি ম্যাচের পর টেবিলের অবস্থান বদলে যাচ্ছে। এক ম্যাচে এক দল শীর্ষে থাকলে অন্য ম্যাচ জিতে অন্য দল উঠে আসে শীর্ষে।

ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। শেষ পাঁচ মৌসুমে দুইবার করে শিরোপা জিতেছে নাপোলি ও ইন্টার। একবার জিতেছে এসি মিলান। ২০১৯-২০ মৌসুমে শেষবার লিগ শিরোপা জিতেছিল জুভেন্টাস।