ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২
Logo
logo

বিপিএলে খেলা অবস্থায় সিলেটে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

বিপিএলে খেলা অবস্থায় সিলেটে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক: বিপিএলে খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই অলরাউন্ডার রোববার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান, স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে তিনি বিবাহবিচ্ছেদ করেছেন।

ইমাদ লিখেছেন, “কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণে আমি বিবাহবিচ্ছেদের আবেদন করেছি। ভবিষ্যতে যেন সানিয়াকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ করা না হয়।”

তবে সানিয়ার বক্তব্য ভিন্ন। ইনস্টাগ্রামে নিজের বক্তব্য প্রকাশ করে তিনি জানিয়েছেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে তাদের দাম্পত্য ভেঙে গেছে। তিনি লিখেছেন, “আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি শিশুও আছে, যাকে এখনো বাবা কোলে নেয়নি।”

ইমাদ একই সঙ্গে সকলের কাছে ব্যক্তিগত বিষয়ে সম্মান প্রদর্শনের অনুরোধ করেছেন এবং পুরোনো ছবি বা বিভ্রান্তিকর তথ্য শেয়ার থেকে বিরত থাকতে বলেছেন। সন্তানদের প্রসঙ্গে তিনি বলেছেন, বাবা হিসেবে তিনি তাদের দায়িত্বশীলভাবে দেখভাল করবেন।