ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২
Logo
logo

মায়ের ছায়া হারাল জাতি, খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা রিজভী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম

মায়ের ছায়া হারাল জাতি, খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা রিজভী

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংকটের সময়ে মাথার ওপর যে মায়ের ছায়া থাকে, আজ সেই ছায়া থেকেই জাতি বঞ্চিত হলো। আমরাও হারালাম সেই আশ্রয়।

মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুর পর রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে আবেগভরা কণ্ঠে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো হাসপাতালে, কখনো বাসায় অসুস্থ ছিলেন। তবুও বাইরে কাজ করতে গিয়ে আমাদের মনে হতো—মা তো আছেন, তিনি সব দেখছেন। সেই অনুভূতিই আমাদের সাহস জুগিয়েছে। যার নেতৃত্বের ছায়ায় আমরা একটি দীর্ঘ সময় বেড়ে উঠেছি, তিনি এত দ্রুত চলে যাবেন—এটা মেনে নেওয়া ভীষণ কষ্টের। এই শোক শুধু দলের নয়, পুরো জাতির জন্যই অপূরণীয় ক্ষতি।

রিজভী আরও বলেন, অসীম নির্যাতন সহ্য করে, চোখের সামনে সন্তান হারিয়েও তিনি কেবল দেশ, মানুষ আর গণতন্ত্রের জন্য নিজেকে ধরে রেখেছিলেন। এত কষ্টের মধ্যেও তার চোখেমুখে কখনো হতাশা দেখা যায়নি। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ ও বিশ্ব আজ এই মজলুম নেত্রীর মৃত্যুতে শোকাহত।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২৩ নভেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।