ঢাকা, বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২
Logo
logo

মায়ের প্রয়াণে জরুরি বৈঠক, গুলশানের কার্যালয়ে পৌঁছালেন তারেক রহমান—বিএনপিতে শোকের ছায়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম

মায়ের প্রয়াণে জরুরি বৈঠক, গুলশানের কার্যালয়ে পৌঁছালেন তারেক রহমান—বিএনপিতে শোকের ছায়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। সেই সভায় অংশ নিতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমানের গাড়ি গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলীয় কর্মসূচি, শোক পালনসহ পরবর্তী করণীয় বিষয়গুলো এই স্থায়ী কমিটির জরুরি সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

দলের শীর্ষ নেতৃত্বের এই বৈঠককে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা চলছে।