ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২
Logo
logo

সাকিব আল হাসানের শোক: 'দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া'


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম

সাকিব আল হাসানের শোক: 'দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া'

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের ক্রিকেট তারকারাও। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম-এর মতো তারকাদের পাশাপাশি সাকিব আল হাসানও শোকবার্তা দিয়েছেন। তবে সাকিব শুধু শোকই প্রকাশ করেননি, স্মরণ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান-এর কথাও।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব বলেন, 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।'

সাকিব কী বললেন খালেদা জিয়ার অবদান নিয়ে?
খালেদা জিয়ার জীবন ও কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসান আরও লেখেন, 'তিনি (খালেদা জিয়া) দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।'

কীভাবে মারা গেলেন খালেদা জিয়া?
সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার শরীরে দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে পুরনো কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের জটিলতা। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।

ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া
খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়াও, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। বাফুফেও তাদের নিয়মিত ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশের ক্রীড়াঙ্গনও যেন এই জাতীয় শোকের মুহূর্তে সমবেদনা জানাচ্ছে।