ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২
Logo
logo

বিগ ব্যাশে রিশাদের আগুনে জাদু, রেনেগেডসের বিপক্ষে ঝলসে উঠল বাংলাদেশি স্পিনার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম

বিগ ব্যাশে রিশাদের আগুনে জাদু, রেনেগেডসের বিপক্ষে ঝলসে উঠল বাংলাদেশি স্পিনার

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত আছে। ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন এই বাংলাদেশি লেগ স্পিনার। সোমবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষেও দারুণ বোলিং করেছেন রিশাদ। চার ওভারে ৩৪ রান খরচ করে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট।

এ পর্যন্ত টুর্নামেন্টে ৫ ম্যাচে রিশাদের সংগ্রহ ৮ উইকেট। এই উইকেট সংখ্যা নিয়ে তিনি যৌথভাবে অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। তার চেয়ে মাত্র একটি করে উইকেট বেশি নিয়ে তালিকার শীর্ষে আছেন টম কারান ও হারিস রউফ।

সোমবারের ম্যাচে ইনিংসের পঞ্চম ওভারে রিশাদকে আক্রমণে আনেন নাথান এলিস। প্রথম ওভারে ৮ রান দিলেও তখনো উইকেটের দেখা পাননি তিনি। তবে নিজের পরের ওভারেই সফল হন রিশাদ। তার বলেই মোহাম্মদ রিজওয়ান রেহান আহমদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

তৃতীয় ওভারে কিছুটা খরুচে ছিলেন রিশাদ। এই ওভারে দুটি ছক্কা হজম করেন টাইগার এই স্পিনার। তবে ওভারের শেষ বলেই জ্যাক ফ্রেজার ম্যাগগার্ককে আউট করে ঘুরে দাঁড়ান তিনি। চতুর্থ ওভারে আর কোনো উইকেট না পেলেও মাত্র ৫ রান দেন রিশাদ।

সব মিলিয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন রিশাদ হোসেন, যা আবারও প্রমাণ করে বিগ ব্যাশে তার প্রভাব কতটা বড়।