এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম

ওমান তাদের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এটি হবে এশিয়ার এই আন্ডারডগ দলের চতুর্থ বিশ্বকাপ। দলের অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন জাটিন্ডার সিংহ।
এশিয়া কাপ ২০২৫-এর তুলনায় দলে এনেছে তারা তিনটি বড় পরিবর্তন।
ওমানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
২০ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ওমান তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে কলম্বোয় জিম্বাবুয়ের বিপক্ষে।
ওমান দল: জাটিন্ডার সিংহ (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, করণ সোনাভলে, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মাহমুদ, হাসনাইন আলী শাহ, শফিক জান, জয় ওদেদরা, জিতেন রমনন্দী এবং আশীষ ওদেদারা।