ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২
Logo
logo

পারমাণবিক ইস্যুতে ইরানকে আবার হামলার হুমকি ট্রাম্পের, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা দিলেন আজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম

পারমাণবিক ইস্যুতে ইরানকে আবার হামলার হুমকি ট্রাম্পের, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা দিলেন আজ

ইরান যদি তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যায়, তাহলে দেশটির ওপর আরও একটি বড় ধরনের হামলা সমর্থন করবেন—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগোতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, গেল জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পরও তেহরান আবার অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করার চেষ্টা করছে বলে তার ধারণা।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি পড়েছি তারা আবার পারমাণবিক অস্ত্রসহ নানা কিছু তৈরি করছে। যদি সত্যিই তারা সেটা করে থাকে, তাহলে আমরা যেসব স্থাপনা ধ্বংস করেছি সেগুলো নয়, সম্ভবত অন্য কোনো স্থাপনা ব্যবহার করছে।’

ইরানকে আরও সতর্ক করে ট্রাম্প বলেন, ‘আমরা জানি তারা কোথায় যাচ্ছে, কী করছে। তবে আমি আশা করি তারা এটা করবে না। কারণ আমরা আমাদের বি-২ বোমারু বিমানের জ্বালানি নষ্ট করতে চাই না। এটা ৩৭ ঘণ্টার লম্বা একটি যাত্রা।’

এদিকে ট্রাম্প সাম্প্রতিক সময়ে তেহরানের সঙ্গে সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি নিয়েও আলোচনা চালাচ্ছেন বলে জানান।

এই পরিস্থিতির মধ্যেই চলতি মাসে দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।