এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম

ইয়েমেনের চলমান অস্থিরতা থামাতে এবার বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের লক্ষ্য, দেশটিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা দমন করা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাজরামাউত প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুকাল্লা বন্দর ও এর আশপাশের এলাকায় এই অভিযান চালানো হবে।
নাগরিকদের নিরাপত্তায় জরুরি নির্দেশ
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
কাদের বিরুদ্ধে অভিযান?
সৌদি জোটের এই সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য হলো সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল' (এসটিসি)-এর সশস্ত্র তৎপরতা বন্ধ করা।
কেন এই অভিযান?
চলতি ডিসেম্বর মাসের শুরু থেকেই ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ক্ষমতার নাটকীয় পালাবদল ঘটে। এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিশাল অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। তারা সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে গুরুত্বপূর্ণ এডেন শহর থেকে বিতাড়িত করার পর হাজরামাউত ও আল-মাহরা-র মতো কৌশলগত এলাকাগুলোও নিয়ন্ত্রণে নেয়। এই পরিস্থিতিতে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি সৌদি জোটের কাছে জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এই সামরিক অভিযানের ঘোষণা এল।