এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা দাঁড়িয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) কিশোরগঞ্জে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২৮ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
কিশোরগঞ্জের নিকলীতে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বেশ কয়েকদিন ধরে কিশোরগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দিনের বেলাতেও সূর্যের দেখা মেলছে না। এই কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল দিনে ও রাতে ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশাও পড়েছে।
প্রবল ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজে যেতে না পারায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এই অতিরিক্ত ঠান্ডার কারণে বোরো ধান চাষাবাদেও নেতিবাচক প্রভাব পড়েছে। কৃষকরা আশঙ্কা করছেন, অতিরিক্ত ঠান্ডায় ধানের চারা নষ্ট হয়ে যেতে পারে।