এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০১:১২ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম। সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট তালতলা ও আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হচ্ছেন।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আগারগাঁও থেকে মিরপুরমুখী ডান পাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মিরপুর এবং মহাখালী–বনানীমুখী সড়কে সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে।
এতে করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটেই জানাজাস্থলে পৌঁছাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা জানান, ‘আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি। আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ থাকায় হেঁটেই যেতে হচ্ছে।’
দিনাজপুর থেকে আসা আনিসুর রহমান বলেন, তিনি গাবতলী হয়ে শ্যামলীতে পৌঁছান এবং সেখান থেকে আগারগাঁও পর্যন্ত হেঁটে আসতে হয়েছে।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, অতিরিক্ত মানুষের ভিড়ের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেট নামার র্যাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে এফডিসি র্যাম্প ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বিজয়সরণী, ফার্মগেট, মগবাজার ফ্লাইওভারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন ডাইভারশন ও সীমিত চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ডাইভারশন ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে জনসাধারণকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।