ঢাকা, বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২
Logo
logo

খালেদা জিয়ার আদর্শ বুকে নিয়ে গণতন্ত্র ফেরাব—শোকসভায় আবেগী বার্তা দিলেন নাহিদ ইসলাম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৫, ০১:১২ পিএম

খালেদা জিয়ার আদর্শ বুকে নিয়ে গণতন্ত্র ফেরাব—শোকসভায় আবেগী বার্তা দিলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বেগম খালেদা জিয়ার লড়াইকে ধারণ করেই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করব, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এটাই আজ আমাদের বড় প্রত্যাশা।”

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “চব্বিশের গণ–অভ্যুত্থানের পর যে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছিল, সেই সময় বেগম খালেদা জিয়া ছিলেন জাতির একজন অভিভাবক। এই কঠিন ও সংকটময় সময়ে তার উপস্থিতি জাতির জন্য ভীষণ প্রয়োজন ছিল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে, গণতন্ত্রের সংগ্রামে এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পর্যন্ত তার আপসহীন অবস্থান ও দৃঢ়তা দেশের মুক্তিকামী মানুষকে বারবার অনুপ্রাণিত করেছে।”

এনসিপির আহ্বায়ক বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার নাম। আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই চব্বিশের প্রজন্ম নতুন করে শুরু করেছে, সেই লড়াইয়েও তিনি আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।”

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।