ঢাকা, বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২
Logo
logo

ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থেকেও ড্র, উলভারহ্যাম্পটনকে হারাতে পারল না হুবেন অ্যামুরির দল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থেকেও ড্র, উলভারহ্যাম্পটনকে হারাতে পারল না হুবেন অ্যামুরির দল

ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের পরের ম্যাচে আবারও হোঁচট খেয়েছে। প্রিমিয়ার লিগে তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এগিয়ে থাকা সত্ত্বেও জয় পায়নি হুবেন অ্যামুরির দল।

ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। স্বাগতিক ইউনাইটেডকে এগিয়ে দিয়েছেন ইয়োশুয়া জির্কজি, কিন্তু উলভারহ্যাম্পটন শেষ পর্যন্ত সমতা ফেরাতে সক্ষম হয়।

ম্যানচেস্টার ইউনাইটেড এর আগে গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছিল। কিন্তু বছরের শেষ ম্যাচে ভালো ফল আনতে পারল না তারা।

লিগ টেবিলে ১৯ ম্যাচে ৮ জয় ও ৬ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ইউনাইটেড ছয় নম্বরে রয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ১৫ পয়েন্টে পিছিয়ে।

উলভারহ্যাম্পটন এখনও লিগে জয়ের স্বাদ পায়নি। তিনটি ড্রয়ে তাদের পয়েন্ট ৩। টানা ১১ হারের পর এই পয়েন্ট তাদের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন।