ঢাকা, বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২
Logo
logo

গুঞ্জন আবারও চাঙ্গা! আরিয়ান খানের সঙ্গে নাম জড়ানো সেই ব্রাজিলীয় মডেল লারিসার ভাইরাল ছবি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

গুঞ্জন আবারও চাঙ্গা! আরিয়ান খানের সঙ্গে নাম জড়ানো সেই ব্রাজিলীয় মডেল লারিসার ভাইরাল ছবি

বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান সিনেমা নির্মাতা হিসেবে পরিচিতি পেলেও, তার প্রেমের জীবন নিয়েই ভক্তদের আগ্রহটা যেন একটু বেশি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘদিন ধরেই আরিয়ানের সঙ্গে রোমান্সের গুঞ্জন রয়েছে ব্রাজিলীয় মডেল লারিসা বোনেসির সঙ্গে।

আর এবার সাম্প্রতিক কিছু স্টাইলিশ ছবি শেয়ার করার পর সোশ্যাল মিডিয়ায় এই ব্রাজিলীয় সুন্দরীকে নিয়ে নতুন করে হইচই পড়ে গেছে। তার স্বাভাবিক স্টাইল ও ব্যক্তিত্ব নিয়ে প্রশংসার বন্যা বয়ে চলেছে।

কে এই লারিসা বোনেসি?
লারিসা বোনেসি একজন সুপরিচিত আন্তর্জাতিক মডেল। তিনি ভারতের একাধিক ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ করেছেন, পাশাপাশি গান ও বিজ্ঞাপনের ভিডিওতেও তাকে দেখা গেছে। বছরের পর বছর কাজের পাশাপাশি তার দারুণ ফ্যাশন সেন্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিশাল একটি ফ্যান ফলোয়ার গড়ে উঠেছে।

ব্যক্তিগত জীবন গোপন রাখেন
লারিসা সাধারণত তার ব্যক্তিগত জীবন গোপন রাখেন। কিন্তু আরিয়ান খানের সঙ্গে তার নাম জড়ালেই, তার প্রতিটি প্রকাশ্য উপস্থিতিই নতুন করে আলোচনার জন্ম দেয়।

কোন ছবি এত ভাইরাল?
সাম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে লারিসা এমন কিছু ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই সবার নজর কেড়েছে। সাদা-কালো রঙের এক স্টাইলিশ পোশাকে তাকে দেখা গেছে আত্মবিশ্বাসী, পরিমিত আভিজাত্য আর স্বাভাবিক গ্ল্যামারে ভরা এক রূপে।

যা সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হলো— সবকিছু খুব সহজ রেখেও কীভাবে লারিসা পুরো লুকটিকে আকর্ষণীয় করে তুলেছেন। পরিষ্কার কাট, সূক্ষ্ম নকশা আর নিখুঁত ফিটিং—সব মিলিয়ে পোশাকটি ছিল হাই-ফ্যাশনের ছাপযুক্ত, কিন্তু একেবারেই অতিরঞ্জিত নয়। তার অনুরাগীরা মন্তব্যে তাকে 'স্টানিং', 'গর্জিয়াস' ও 'টোটাল ভাইব' বলে প্রশংসায় ভাসিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া?
ছবিগুলো ভাইরাল হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার ঢল নামে। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার মন্তব্যে জুড়ে দিয়েছেন হৃদয় ও আগুনের ইমোজি।

অনেকেই আরিয়ান খানের নাম উল্লেখ করে লিখেছেন— 'দুজনকে একসঙ্গে দারুণ মানায়।' আবার কেউ শুধু লারিসার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন।

ফ্যাশন হোক কিংবা আলোচনার আড়ালে থাকা উপস্থিতি—সব ক্ষেত্রেই লারিসা বোনেসি মানুষের কৌতূহল জাগিয়ে রাখছেন। তার প্রতিটি নতুন উপস্থিতির সঙ্গে তাকে ঘিরে গুঞ্জন যেন আরও জোরালো হয়ে উঠছে।