ঢাকা, বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২
Logo
logo

আরবাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মন খুললেন মালাইকা! যন্ত্রণার কথা শুনলে চমকে উঠবেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

আরবাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মন খুললেন মালাইকা! যন্ত্রণার কথা শুনলে চমকে উঠবেন

বলিউডের ঝলমলে দুনিয়ার নিচে লুকিয়ে থাকা অনেক কষ্টের গল্প মাঝেমধ্যে সামনে চলে আসে। নব্বইয়ের দশকের সুপারহিট জুটি ছিলেন মালাইকা আরোরা আর আরবাজ খান। ১৮ বছরের সংসারের পর ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। আরবাজ আবার নতুন সংসার পেতেছেন, বাবাও হয়েছেন।

কিন্তু মালাইকা একা থাকলেও এতদিন চুপ ছিলেন। এবার সম্প্রতি এক সাক্ষাৎকারে মন খুলে ফেলে আসা দিনগুলোর কথা বললেন। কম বয়সে বিয়ে আর সেই সংসার টিকিয়ে রাখার লড়াইটা তার জন্য একদম সহজ ছিল না।

মালাইকা বলেন, ‘আমি চেয়েছিলাম আমার বিয়েটা সারাজীবন টিকে যাক। কিন্তু সেটা হয়নি। তবে এর মানে এই না যে, আমি ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। জীবনে যা হওয়ার ছিল, তাই ঘটেছে। কোনো কিছুই আসলে পরিকল্পনা মেনে হয় না।’

এই জুটির ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। কিন্তু এবার মালাইকা পর্দার পিছনের কিছু কঠিন সত্যি তুলে ধরলেন। তার দাবি, বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক কিছু সহ্য করতে হয়েছে তাকে।
এমনকি তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্তেও অন্যরা হস্তক্ষেপ করত। শ্বশুরবাড়ির লোকজনের খবরদারির কারণে অনেক সময় জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হতো বলেও ইঙ্গিত দিলেন তিনি।