ঢাকা, বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২
Logo
logo

নেতানিয়াহু সরকারের চরম ক্ষোভ! গাজা যুদ্ধে ‘হারেৎজ’ পত্রিকা বর্জনের ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

নেতানিয়াহু সরকারের চরম ক্ষোভ! গাজা যুদ্ধে ‘হারেৎজ’ পত্রিকা বর্জনের ঘোষণা

ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো দেশটির প্রভাবশালী দৈনিক ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। সরকারের অভিযোগ, গাজা যুদ্ধ নিয়ে সংবাদপত্রটি এমন অবস্থান নিয়েছে, যা কার্যত ইসরায়েলের ‘শত্রুদের’ সমর্থন দিচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিও স্টেশন ‘গালেই জাহাল’ জানায়, বিজ্ঞাপন ও সম্পাদকীয়—দুই ক্ষেত্রেই হারেৎজের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, সব মন্ত্রণালয়, সরকারি বিজ্ঞাপনী সংস্থা এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোকে পত্রিকাটির সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রেডিওটির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের নভেম্বর মাসে জারি করা এক সরকারি সিদ্ধান্তের ভিত্তিতেই এই বর্জন কার্যকর করা হয়েছে। ওই সিদ্ধান্তে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন গণমাধ্যম দপ্তরের দাপ্তরিক অ্যাকাউন্ট থেকেও হারেৎজের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ ছিল।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা যুদ্ধ চলাকালে হারেৎজ এমন কিছু সম্পাদকীয় প্রকাশ করেছে, যা ‘বিশ্বমঞ্চে ইসরায়েল রাষ্ট্রের বৈধতা এবং আত্মরক্ষার অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে’।

 বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের মধ্যেই যদি কোনো স্বীকৃত ইসরায়েলি সংবাদপত্রের প্রকাশক রাষ্ট্রটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এবং শত্রুদের পক্ষে অবস্থান নেন, তাহলে সরকার সে পরিস্থিতি মেনে নিতে পারে না। এই কারণেই পত্রিকাটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা এবং মাধ্যমে কোনো সরকারি বিবৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।