ঢাকা, বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২
Logo
logo

গাজায় মানবিক সাহায্যে বড় ধাক্কা! ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স স্থগিত করল ইসরায়েল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

গাজায় মানবিক সাহায্যে বড় ধাক্কা! ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স স্থগিত করল ইসরায়েল

গাজা উপত্যকা আর অধিকৃত পশ্চিম তীরে মানবিক সাহায্যের কাজ করা ৩৭টা ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, নতুন নিবন্ধনের নিয়ম মানতে এই সংস্থাগুলো ব্যর্থ হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মের মধ্যে একটা বড় শর্ত ছিল—সংস্থার কর্মীদের ‘পুরোপুরি ব্যক্তিগত আর যাচাই করা যায় এমন তথ্য’ জমা দেওয়া। কিন্তু সংস্থাগুলো সেটা দিতে পারেনি, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকশনএইড, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি আর নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মতো বিখ্যাত আন্তর্জাতিক বেসরকারি সংস্থার (আইএনজিও) লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত হয়ে যাবে। একই সাথে এই সংস্থাগুলোকে ৬০ দিনের মধ্যে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বলা হয়েছে।

ইসরায়েলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে যুক্তরাজ্যসহ মোট ১০টা দেশ। তাদের মতে, নতুন নিয়মগুলো ‘খুবই কঠোর’ এবং ‘মেনে নেওয়া যায় না’।

এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, জাপান, নরওয়ে, সুইডেন আর সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, আন্তর্জাতিক এনজিওগুলোর কাজ জোর করে বন্ধ করলে স্বাস্থ্যসেবাসহ জরুরি মানবিক সাহায্যে প্রবেশাধিকার মারাত্মকভাবে ব্যাহত হবে।

তারা আরও বলেছেন, গাজায় মানবিক পরিস্থিতি এখনো ‘বিপর্যয়কর’। এই অবস্থায় এনজিওগুলো যাতে আগের মতো নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পারে, সেজন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ডায়াসপোরা বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজায় কাজ করা মানবিক সংস্থাগুলোর মধ্যে ১৫ শতাংশেরও কম নতুন নিয়ন্ত্রক কাঠামো লঙ্ঘন করেছে।