ঢাকা, শুক্রবার, জানুয়ারী ২, ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২
Logo
logo

২০২৬ সালে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত দিন! আসছে অস্ট্রেলিয়ার টেস্ট, বিশ্বকাপসহ ৮ দলের সফর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

২০২৬ সালে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত দিন! আসছে অস্ট্রেলিয়ার টেস্ট, বিশ্বকাপসহ ৮ দলের সফর

২০২৫ সালটি মিশ্র অনুভূতি নিয়ে কেটেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। এই বছরে তারা শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে, টেস্টে করেছে ড্র। তবে হতাশার দিকও আছে— এশিয়া কাপের ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে দিয়েছে টাইগাররা।

২০২৬ সালও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিপুল ব্যস্ততার বছর হতে চলেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) আছে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। আবার বাংলাদেশ দলও বিদেশে খেলতে যাবে বেশ কয়েকবার। দীর্ঘদিন পর এবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এছাড়াও আছে জিম্বাবুয়ে সফর।

২০২৬ সালে বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ সূচি (পুরুষ দল):

টি-টোয়েন্টি বিশ্বকাপ (ফেব্রুয়ারি)

পাকিস্তানের বাংলাদেশ সফর (মার্চ-এপ্রিল): ২ টেস্ট, ৩ ওডিআই, ৩ টি-টোয়েন্টি

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর (এপ্রিল): ৩ ওডিআই, ৩ টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর (জুন): ৩ ওডিআই, ৩ টি-টোয়েন্টি

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর (জুলাই): ২ টেস্ট, ৫ ওডিআই

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর (আগস্ট): ২ টেস্ট

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর (আগস্ট): ৩ ওডিআই, ৩ টি-টোয়েন্টি

ভারতের বাংলাদেশ সফর (সেপ্টেম্বর): ৩ ওডিআই

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (অক্টোবর-নভেম্বর): ২ টেস্ট

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর (নভেম্বর-ডিসেম্বর): ২ টেস্ট, ৩ ওডিআই

এককথায়, ২০২৬ পুরোটা জুড়েই হবে অ্যাকশন ও উত্তেজনায় ভরপুর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।