ঢাকা, শুক্রবার, জানুয়ারী ২, ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২
Logo
logo

গুঞ্জন ভুল প্রমাণ! নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া, সঙ্গে মেয়ে আরাধ্যাও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

গুঞ্জন ভুল প্রমাণ! নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া, সঙ্গে মেয়ে আরাধ্যাও

বহুদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল। আলাদা থাকা থেকে শুরু করে বিচ্ছেদের খবর—সব নিয়ে তোলপাড় ছিল। তবে নতুন বছরের শুরুতেই সেই সব গুজবকে ভুল প্রমাণ করে দিলেন এই তারকা দম্পতি।

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় নিউইয়র্কের রাস্তায় হাসিমুখে একসঙ্গে দেখা গেছে অভিষেক ও ঐশ্বরিয়াকে। সঙ্গে ছিলেন তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন-ও। বিদেশের মাটিতে পরিবার নিয়ে ঘুরে বেড়ানো সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

ব্যক্তিগত জীবন সবসময়ই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন অভিষেক ও ঐশ্বরিয়া। তাই নববর্ষ উদযাপনের কোনো ছবি তাঁরা নিজেরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় এক ভক্ত তাঁদের চিনে ফেলেন এবং তার সঙ্গেই সেলফি তোলা হয়, যা পরে অনলাইনে ছড়িয়ে পড়ে।

এর আগে ডিসেম্বর মাসেও মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল এই তারকা দম্পতিকে। তবে ২০২৫ সালের শেষ আর ২০২৬ সালের শুরুটা তাঁরা নিউইয়র্কেই কাটাবেন, তা কেউই আঁচ করতে পারেননি। এবারের এই ছবি যেন তাদের সম্পর্কের সব বিভেদের গল্পকে মিথ্যা প্রমাণ করল।