ঢাকা, শুক্রবার, জানুয়ারী ২, ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২
Logo
logo

অ্যাশেজের ধকলেই বড় সিদ্ধান্ত! টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিগ ব্যাশ ছাড়ছেন ট্রাভিস হেড


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম

অ্যাশেজের ধকলেই বড় সিদ্ধান্ত! টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিগ ব্যাশ ছাড়ছেন ট্রাভিস হেড

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিগ ব্যাশ লিগের (বিবিএল) বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রাভিস হেড। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে না নামার কারণ হিসেবে তিনি দায়ী করেছেন দীর্ঘ ও চাপপূর্ণ অ্যাশেজ সূচিকে।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজ বরাবরই ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার একটি। ট্রাভিস হেড জানিয়েছেন, এই সিরিজ তাকে মানসিকভাবে বেশ ক্লান্ত করে ফেলেছে। তাই অ্যাশেজ শেষ করে কিছুটা বিরতি নিয়ে এরপর ভারতের উদ্দেশে রওনা হবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে।

অ্যাশেজ সিরিজের পাঁচটি টেস্টই খেলেছেন হেড। সিরিজের প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়ার সাফল্যে বড় ভূমিকা রাখেন তিনি। শুরুতে ব্যাট করেছেন পাঁচ নম্বরে, পরে তাকে ইনিংস ওপেন করার দায়িত্ব দেওয়া হয়।

অতিরিক্ত চাপের কারণে অ্যাশেজ-পরবর্তী বিবিএল খেলছেন না হেড

পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথমবার ওপেন করতে নেমেই দারুণ এক সেঞ্চুরি করেন ট্রাভিস হেড। চার ম্যাচে মোট ৪৩৭ রান করেছেন তিনি, যার মধ্যে পার্থ ও অ্যাডিলেডে রয়েছে দুটি শতক।

টেস্ট ক্রিকেট থেকে সরাসরি টি-টোয়েন্টিতে ঝাঁপ দেওয়ার আগে কিছুটা বিশ্রাম চান হেড। সে কারণেই জানুয়ারিতে ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে চলতি বিবিএলে তার খেলা প্রায় নিশ্চিতভাবেই হচ্ছে না।

বিবিএলে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ডেইলি টেলিগ্রাফকে হেড বলেন,
“অ্যাশেজ সিরিজের মানসিক চাপ আর সামনে থাকা বিশ্বকাপ—সব মিলিয়ে বিবিএলে খেলার সম্ভাবনা খুব কম।”

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেই এখন পুরো মনোযোগ

চলতি বিবিএল মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্স ভালো অবস্থানে রয়েছে। দলের টপ অর্ডারে ট্রাভিস হেডের অভিজ্ঞতা নিঃসন্দেহে বাড়তি শক্তি হতো। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় নিজের লক্ষ্য স্পষ্ট করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে মিচেল মার্শের সঙ্গে ওপেনিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ট্রাভিস হেড।

অ্যাশেজ নিয়ে হেড বলেন,
“প্রতিটি সিরিজে ভালো অবদান রাখার ইচ্ছা থাকে। আমি মনে করি ভালোই খেলেছি। তবে অ্যাশেজে খেলা মানসিকভাবে ভীষণ ক্লান্তিকর।”

ব্যস্ত সূচির মাঝে পরিবারকেই অগ্রাধিকার দিচ্ছেন ট্রাভিস হেড

বর্তমান ক্রিকেট সূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেড। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে খেলোয়াড়দের হাতে পরিবারের জন্য খুব কম সময় থাকছে বলে মনে করেন তিনি। তাই ভারতের বিশ্বকাপ ও এরপর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান এই অজি তারকা।

হেড বলেন,
“বিশ্বকাপে ফ্রেশ মানসিকতা নিয়ে নামা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কতটা খেলছি আর কতটা সময় রাস্তায় কাটাচ্ছি, সেটা ভাবনার বিষয়।”

এমনকি ২০২৭ বিশ্বকাপের কথাও মাথায় রয়েছে তার। তিনি যোগ করেন,
“২০২৭ সালটাও সামনে আছে। ছোট পরিবার নিয়ে কীভাবে সেই বছরটা সামলাব, সেটাই এখন বেশি ভাবাচ্ছে।”