ঢাকা, শুক্রবার, জানুয়ারী ২, ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২
Logo
logo

ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়তে চায় পোল্যান্ড! টাস্কের বড় ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম

ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়তে চায় পোল্যান্ড! টাস্কের বড় ঘোষণা

২০২৬ সালকে ‘পোলিশ ত্বরান্বিতকরণ বছর’ বলে ঘোষণা করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি ‘ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ গড়ে তোলার পাশাপাশি অবকাঠামোতে বড় বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

টিভিপি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ১ জানুয়ারি নববর্ষের ভাষণে টাস্ক বলেন, ‘আমরা ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নির্মাণ ত্বরান্বিত করব। আমরা বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগ ত্বরান্বিত করব। এটা হবে বাল্টিক সাগর দ্রুত জয়ের একটা বছর।’

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ রাজনীতিবিদ আর রাশিয়াপন্থীসহ ‘সকল ধরনের’ অপরাধীদের ওপর ‘শক্ত’ ব্যবস্থা নেওয়া হবে। ‘কেউ আইন ভাঙলে আগামী বছরে তাকে তীব্র অনুশোচনা করতে হবে।’
২০২৫ সালের কথা স্মরণ করে টাস্ক বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও গত বছরটাকে তাদের জন্য একটা ‘সন্ধিক্ষণ’ বলে বর্ণনা করেছেন।