এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

মহারাষ্ট্রের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ডোমেস্টিক ক্রিকেটে একটা বড় মাইলফলক ছুঁয়ে ফেলেছেন বিজয় হাজারে ট্রফি ২০২৫-এ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে। ডানহাতি এই ব্যাটার বিরাট কোহলিকে পেছনে ফেলে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড়ের রেকর্ড গড়েছেন—কমপক্ষে ৫০ ইনিংস খেলা ভারতীয়দের মধ্যে।
কোহলি তো অনেকদিন ধরেই লিমিটেড ওভার্স ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। আর রুতুরাজ গায়কোয়াড় আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিত রান করে যাচ্ছেন, ভারতের হয়েও বিভিন্ন ফরম্যাটে দারুণ পারফর্ম করেছেন। তার ধারাবাহিকতা তাকে টপ অর্ডারের ভরসাযোগ্য ব্যাটার বানিয়েছে।
রুতুরাজ গায়কোয়াড় বিরাট কোহলিকে ছাড়িয়ে লিস্ট এ রেকর্ড গড়লেন
রুতুরাজ গায়কোয়াড় লিস্ট এ রেকর্ড বুকে নাম লিখিয়েছেন বিরাট কোহলিকে পেছনে ফেলে। কমপক্ষে ৫০ ইনিংস খেলা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড় এখন তার।
জয়পুরে মহারাষ্ট্রের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে এই মাইলফলক ছোঁয়া। গায়কোয়াড় ৫২ বলে ৬৬ রান করেন, সাতটা বাউন্ডারি মারেন।
মহারাষ্ট্রের অধিনায়ক ৯৭টা লিস্ট এ ম্যাচে ৪,৯০৪ রান করেছেন। তার গড় এখন ৫৭.৬৯, যা কোহলির ৫৭.৬৭-কে সামান্য ছাড়িয়ে গেছে। কোহলির ৩৪৪ ম্যাচে ১৬,২০৭ রান।
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রুতুরাজ গায়কোয়াড়ের পারফরম্যান্স
রুতুরাজ গায়কোয়াড় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে রায়পুরে দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন। ৮৩ বলে ১০৫ রান, ১২টা চার আর দুটো ছক্কা। কিন্তু তার ইনিংসটা বৃথা যায়, দক্ষিণ আফ্রিকা চার উইকেটে জিতে সিরিজ সমতায় আনে।
ডানহাতি এই ব্যাটার আটটা ওয়ানডে খেলে ২৮.৫০ গড়ে ২২৮ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ইনিংসে ১৪১ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে ৭৯ রান আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংসে ৮ রান।
ওয়ানডেতে এখনো পর্যন্ত দুটো ৫০-প্লাস স্কোর আছে তার। রায়পুরের সেঞ্চুরি ছাড়া ২০২৩-এ মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭১ রানের দারুণ একটা ইনিংস। আন্তর্জাতিক লেভেলে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতা দেখিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডেতে শেষবার ভারতের হয়ে খেলেছেন বিরাট কোহলি
বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। তিন ইনিংসে ১৫১ গড়ে ৩০২ রান, দুটো সেঞ্চুরি আর একটা হাফ-সেঞ্চুরি। সিরিজ ওপেনারে রাঁচিতে ১২০ বলে ১৩৫ রানের সেরা ইনিংস।
২০০৮ সালে ওয়ানডে ডেবিউ করার পর থেকে কোহলির ক্যারিয়ার অসাধারণ। ২৯৬ ইনিংসে ৫৮.৪৬ গড়ে ১৪,৫৫৭ রান, ৫৩টা সেঞ্চুরি আর ৭৬টা হাফ-সেঞ্চুরি। ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয়।
কোহলিকে পরেরবার দেখা যাবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের সিরিজ শুরু ১১ জানুয়ারি বড়োদরায়, তারপর ১৪ জানুয়ারি রাজকোটে আর ১৮ জানুয়ারি ইন্দোরে।