এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন ডেভিড ওয়ার্নার। চলমান বিগ ব্যাশ লিগ (BBL) ২০২৫–২৬ মৌসুমে সিডনি থান্ডারের হয়ে হোবার্ট হারিকেনসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি ওপেনার। সেঞ্চুরি পূর্ণ করার পর তার চেনা স্টাইলে লাফ, ঘুষি উঁচিয়ে ধরা আর জনপ্রিয় “৬-৭” উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
শনিবার, ৩ জানুয়ারি, সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে ওয়ার্নারের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে সিডনি থান্ডার ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান তোলে। ৬৫ বলে ১৩০ রানের ঝোড়ো ইনিংসে তিনি হাঁকান ১১টি চার ও ৯টি ছক্কা, আবারও প্রমাণ করেন তার বিধ্বংসী ব্যাটিং সামর্থ্য।
সেঞ্চুরির পর চেনা ‘৬-৭’ উদযাপনে মাতালেন ওয়ার্নার
এটি ছিল ডেভিড ওয়ার্নারের দ্বিতীয় বিগ ব্যাশ সেঞ্চুরি। ১৮তম ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন। এরপরই মাঠে দেখা যায় তার পরিচিত লাফ, আকাশে ঘুষি আর সেই আলোচিত “৬-৭” হাতের ইশারা।
মাত্র ৫৭ বলেই তিন অঙ্কে পৌঁছান ওয়ার্নার। উল্লেখযোগ্যভাবে, ডিসেম্বর ২০১১ সালের পর এটিই তার প্রথম BBL সেঞ্চুরি। প্রায় ১৪ বছর পর এই মাইলফলকে পৌঁছে দর্শকদের করতালিতে ভাসতে ভাসতে হাসিমুখে উদযাপন করেন তিনি।
হোবার্টের বিপক্ষে এক ইনিংসেই একগুচ্ছ রেকর্ড
হোবার্ট হারিকেনসের বিপক্ষে এই ইনিংসে একাধিক রেকর্ড গড়েন ডেভিড ওয়ার্নার। ৯টি ছক্কা হাঁকিয়ে তিনি সিডনি থান্ডারের হয়ে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক হন। একই সঙ্গে এটি হয়ে যায় BBL-এ সিডনি থান্ডারের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান।
৩৯ বছর ৬৮ দিন বয়সে ওয়ার্নার এখন BBL ইতিহাসের সবচেয়ে বয়সী সেঞ্চুরিয়ান। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস, যেখানে শুধু ২০১১ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে করা ১৩৫ রানই এগিয়ে।
ওয়ার্নারের এই বিধ্বংসী ইনিংসের সুবাদে হোবার্টের বিপক্ষে সিডনি থান্ডারের এটি হয়ে দাঁড়ায় দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
“জোর করে মারিনি, পরিকল্পনা মেনেই খেলেছি” — ডেভিড ওয়ার্নার
ম্যাচ শেষে বড় স্কোরে পৌঁছাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ওয়ার্নার। তিনি জানান, অযথা আক্রমণাত্মক না হয়ে স্মার্ট ব্যাটিং পরিকল্পনাই ছিল মূল চাবিকাঠি।
ওয়ার্নার বলেন,
“২০০ পেরোতে পারা দারুণ অনুভূতি। ম্যাচের শুরুতেই বলেছিলাম, আমাদের বিপক্ষে সিক্সার্স যে পরিকল্পনা কাজে লাগিয়েছিল, সেখান থেকে অনুপ্রেরণা নিয়েছি। সাধারণত আমরা বেশি আগ্রাসী হতে গিয়ে উইকেট হারাই।”
তিনি আরও যোগ করেন,
“আজ যদি নিজের শেপ ঠিক রেখে ইতিবাচক থাকেন, রান আসবেই। ২০০ করা সত্যিই অসাধারণ। তবে ম্যাচের ফল নিয়ে এখনই বেশি দূরে ভাবতে চাই না। নিজের ওপর বিশ্বাস রাখা আর স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।”
সব মিলিয়ে, ৫১৩১ দিনের অপেক্ষার পর ওয়ার্নারের এই ইনিংস বিগ ব্যাশে নতুন করে আগুন ছড়িয়ে দিল।