এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

ভেনেজুয়েলায় শনিবার ভোরে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে—এমনই বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কীভাবে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করা হয়েছে বা তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে—এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প। উল্লেখ্য, এর আগে মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কারের ঘোষণাও দিয়েছিল যুক্তরাষ্ট্র।
তবে মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ভেনেজুয়েলা সরকার।
শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়, যা আতঙ্ক ছড়িয়ে দেয় রাজধানীজুড়ে।
এই দুটি স্থাপনার একটি হলো রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি। অন্যটি ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি, যেখানে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছিল।
উল্লেখ্য, ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি আগেও একাধিকবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এই দাবিকে ঘিরে লাতিন আমেরিকা ও বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।