ঢাকা, সোমবার, জানুয়ারী ৫, ২০২৬ | ২২ পৌষ ১৪৩২
Logo
logo

দক্ষিণ ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত চরমে! সমাধানে এগিয়ে এলো সৌদি আরব, রিয়াদে সংলাপের প্রস্তাব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

দক্ষিণ ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত চরমে! সমাধানে এগিয়ে এলো সৌদি আরব, রিয়াদে সংলাপের প্রস্তাব

দক্ষিণ ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাতে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সংকট সমাধানের লক্ষ্যে রিয়াদে একটি সংলাপ ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতিবাচকভাবে দেখছে সৌদি সরকার।

ইয়েমেনের সৌদি-সমর্থিত প্রেসিডেনসিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) আনুষ্ঠানিকভাবে এই ফোরামে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) আল জাজিরা এ তথ্য জানায়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দক্ষিণ ইয়েমেনের সব রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীকে রিয়াদে অনুষ্ঠিতব্য সংলাপ ফোরামে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলের সংকটের একটি ন্যায্য ও সমন্বিত সমাধান খুঁজে বের করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এর আগে শনিবার পিএলসি চেয়ারম্যান রাশাদ আল আলিমি দক্ষিণ ইয়েমেনের বিভিন্ন রাজনৈতিক শক্তি ও নেতাদের রিয়াদে আলোচনায় বসার আহ্বান জানান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা নিউজ জানায়, তিনি দক্ষিণ ইয়েমেন ইস্যুকে ‘ন্যায্য ও কেন্দ্রীয় সমস্যা’ হিসেবে উল্লেখ করেন এবং একতরফা বা বর্জনমূলক কোনো সমাধান প্রত্যাখ্যান করেন।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ ইয়েমেনের হাজরামাউত ও আল মাহরা প্রদেশে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে সংঘর্ষ আরও তীব্র হয়। তেলসমৃদ্ধ হাজরামাউত সৌদি আরবের সীমান্তবর্তী হওয়ায় অঞ্চলটি রিয়াদের কাছে কৌশলগত ও নিরাপত্তাগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হুথিবিরোধী জোটের অংশ হলেও এসটিসির বিরুদ্ধে দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনার অভিযোগ রয়েছে। এতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার ও পিএলসির সঙ্গে তাদের সংঘাত আরও বেড়েছে। সৌদি আরব দাবি করেছে, জোটসঙ্গী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এসটিসিকে অস্ত্র সহায়তা দিচ্ছে, যদিও ইউএই এই অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার ইউএই চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায়। একই সঙ্গে ইয়েমেন থেকে সব সামরিক সদস্য প্রত্যাহারের ঘোষণা দেয় দেশটি। ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসবিরোধী মিশন শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপিয়ান ইনস্টিটিউট অব পিসের বিশ্লেষক হিশাম আল ওমেইসি সতর্ক করে বলেন, এই সংঘাতের সমাধান না হলে দক্ষিণ ইয়েমেনে যুদ্ধের এক নতুন ও বিপজ্জনক অধ্যায় শুরু হতে পারে। তাঁর ভাষায়, এটি একটি প্রক্সি যুদ্ধ থেকে আরেকটি প্রক্সি যুদ্ধে রূপ নিচ্ছে, যার প্রভাব ইয়েমেন ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।