ঢাকা, সোমবার, জানুয়ারী ৫, ২০২৬ | ২২ পৌষ ১৪৩২
Logo
logo

এক বছরে ৪ লাখ রুশ সেনা হতাহত: ইউক্রেনের চাঞ্চল্যকর দাবি, যুদ্ধ থামছেই না!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

এক বছরে ৪ লাখ রুশ সেনা হতাহত: ইউক্রেনের চাঞ্চল্যকর দাবি, যুদ্ধ থামছেই না!

গত বছর রাশিয়ার আক্রমণে মাত্র ০.৮ শতাংশ ইউক্রেনীয় ভূখণ্ড দখলের বদলে চার লাখের বেশি রুশ সেনা নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কিয়েভের দাবি, এত বিশাল ক্ষয়ক্ষতির পরও শান্তি আলোচনায় না গিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশলে অটল আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বছরের শেষ দিকে রাশিয়া শান্তি আলোচনা এড়াতে তথ্যভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে ইউক্রেন।

একই সময়ে নববর্ষ উদযাপনের মাঝে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ-নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। তবে কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেনীয় বাহিনী শুধু রুশ সামরিক ও জ্বালানি-সংক্রান্ত লক্ষ্যবস্তুতে আঘাত করে।

রাশিয়ার নিয়োগ করা খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সালদো বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে বলেন, কৃষ্ণসাগর উপকূলবর্তী খোরলি গ্রামে নববর্ষ উদযাপনের সময় একটি হোটেল ও ক্যাফেতে তিনটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। সালদোর ভাষ্য অনুযায়ী, ড্রোনগুলোতে দাহ্য মিশ্রণ ছিল, যার ফলে হোটেল ও আশপাশের এলাকায় আগুন ধরে যায়। বিস্ফোরণ ও আগুনে পুড়ে এক শিশুসহ অন্তত ২৪ জন নিহত হন।

তিনি এই হামলাকে ‘বেসামরিক রুশ নাগরিকদের ওপর ইচ্ছাকৃত ও সুপরিকল্পিত আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হামলায় পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এর পাশাপাশি রাশিয়া জানিয়েছে, বছরের প্রথম দিনে মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন টানা ছয় ঘণ্টাব্যাপী ড্রোন হামলা চালিয়েছে।