ঢাকা, সোমবার, জানুয়ারী ৫, ২০২৬ | ২২ পৌষ ১৪৩২
Logo
logo

দুই বছরের আল্টিমেটাম! 'আলোচনা না হলে নিজেই স্বাধীনতা ঘোষণা' দিল দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

দুই বছরের আল্টিমেটাম! 'আলোচনা না হলে নিজেই স্বাধীনতা ঘোষণা' দিল দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী

ইয়েমেনের শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি) এবার সরাসরি আল্টিমেটাম দিয়েছে। তারা জানিয়েছে, আগামী দুই বছরের মধ্যেই দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে তাদের হুঁশিয়ারি, আন্তর্জাতিক আলোচনা প্রক্রিয়া এগোলে না, অথবা দক্ষিণাঞ্চলের জনগণের ওপর হামলা হলে তারা সময়ের আগেই স্বাধীনতা ঘোষণা করে দেবে।

শুক্রবার (২ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে গোষ্ঠীটির প্রেসিডেন্ট আইদারুস আল-জুবাইদি এই চমকপ্রদ ঘোষণা দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "আমরা আজ থেকে দু’বছর মেয়াদী একটি রূপান্তরকালীন পর্ব শুরু করার ঘোষণা দিচ্ছি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরাঞ্চলের সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।"

তবে তার পরের হুঁশিয়ারিটিই মূল কথা। জুবাইদি যোগ করেন, "কিন্তু যদি আন্তর্জাতিক সম্প্রদায় এই আলোচনা প্রক্রিয়ায় অংশ না নেয়, অথবা দক্ষিণাঞ্চলের জনগণের ওপর কোনো হামলা হয়, তাহলে আমরা কোনো প্রকার ঘোষণা বা আলোচনা ছাড়াই স্বাধীনতা ঘোষণা করব।"

এই উত্তপ্ত পরিস্থিতির পটভূমি হলো দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে 'ন্যাশনাল শিল্ড' বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আল-খানবাশিকে নিয়োগ দেওয়া। ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার তাকে এই দায়িত্ব দিয়েছে। সরকারের দাবি, সেখানকার নিরাপত্তা ও শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্যই তাকে পূর্ণ সামরিক, নিরাপত্তা ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের মতে, এই নিয়োগ পুরো ইয়েমেনের ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে এবং এটি তাদের আন্দোলনকে জোরদার করার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসটিসির এই ঘোষণা ইয়েমেনের জটিল গৃহযুদ্ধ ও রাজনীতিতে এখন একটি নতুন মাত্রা যোগ করল। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে এই আল্টিমেটামের জবাব দেয়।