এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

জিতেছে মরক্কো, তবে ম্যাচটা ছিল টানটান উত্তেজনায় ভরা। দুই দলই পেয়েছিল সুযোগ, কিন্তু ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই দৃশ্যপট বদলে দেন ব্রাহিম দিয়াজ। কঠিন এঙ্গেল থেকে নেওয়া তার নিখুঁত শটেই তানজানিয়াকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। সঙ্গে আফকনের ইতিহাসেও নিজের নাম লেখান এই তারকা ফরোয়ার্ড।
রোববার রাতে আফ্রিকান কাপ অব নেশনসের শেষ ষোলোর ম্যাচে তানজানিয়ার বিপক্ষে মাঠে নামে মরক্কো। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে ব্রাহিম দিয়াজের পা থেকে। এই জয়ে সেরা আটে উঠে গিয়ে কোয়ার্টার-ফাইনালে ক্যামেরনের মুখোমুখি হতে যাচ্ছে মরক্কো।
ম্যাচের ৬৪তম মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির বাড়ানো বল পেয়ে বাইলাইনের কাছ থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান দিয়াজ। গোলের মুহূর্তে তানজানিয়ার গোলরক্ষকের কিছুই করার ছিল না।
চলতি আফকনে এটি দিয়াজের টানা চতুর্থ ম্যাচে গোল। এর মধ্য দিয়ে আফকনের ইতিহাসে মরক্কোর প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল করার কীর্তি গড়লেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এর আগে ১৯৭৬ সালে মরক্কোর প্রয়াত ফুটবলার আহমেদ ফারাস টানা তিন ম্যাচে গোল করেছিলেন।
এদিকে চার গোল নিয়ে চলতি আফকনের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন দিয়াজ। তাকে পেছনে ফেলেছেন সতীর্থ আইয়ুব এল কাবি ও আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।
আগামী শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনালে ক্যামেরনের বিপক্ষে মাঠে নামবে মরক্কো। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দিয়াজের দুর্দান্ত ফর্ম মরক্কোকে কতদূর নিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।