ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২
Logo
logo

বাবা নিউইয়র্কের জেলে! প্রেসিডেন্ট মাদুরোর ছেলের ফাঁসির ডাক: "রাজপথে নেমে এসো"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

বাবা নিউইয়র্কের জেলে! প্রেসিডেন্ট মাদুরোর ছেলের ফাঁসির ডাক: "রাজপথে নেমে এসো"

যুক্তরাষ্ট্রের হাতে গ্রেপ্তার হয়ে নিউইয়র্কের জেলে যাওয়ার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে প্রথমবারের মতো সরাসরি প্রতিক্রিয়া জানালেন। এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে রাজপথে নেমে আসার ডাক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় ৩৫ বছর বয়সী নিকোলাস মাদুরো গুয়েরা বলেন, "আপনারা আমাদেরকে রাজপথে দেখতে পাবেন, জনগণের পাশে দেখতে পাবেন, আমাদের মর্যাদার পতাকা উড়তে দেখবেন। তারা আমাদের দুর্বল দেখতে চায়, কিন্তু আমরা কোনো দুর্বলতা দেখাব না।"

মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে তার বাবাকে ক্ষমতাচ্যুত করে নিউইয়র্কের একটি কারাগারে পাঠানোর পরপরই তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির কাছে গুয়েরার ঘনিষ্ঠ সহযোগীরা এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছেন।

কীভাবে আটক হলেন মাদুরো?

মাদুরোকে রাজধানী কারাকাসের একটি সুসুরক্ষিত অবস্থান থেকে কীভাবে বের করে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে গোটা ভেনেজুয়েলাজুড়ে নানা ধরনের জল্পনা চলছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, হয়তো মাদুরোর খুব কাছের কেউ বা তার নিরাপত্তা বাহিনীর ভেতর থেকেই বিশ্বাসঘাতকতা করা হয়ে থাকতে পারে।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মাদুরো গুয়েরা বলেন, "ইতিহাসই বলবে কারা বিশ্বাসঘাতক ছিল। ইতিহাসই সবকিছু উন্মোচন করবে। আমরা দেখব।" তার এই মন্তব্য ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

মাদুরো এখন কোথায়?

এরই মধ্যে গত শনিবার ভেনেজুয়েলায় এক বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে মার্কিন নিরাপত্তা বাহিনী। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে সেদিন রাতেই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এখন তারা নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কুখ্যাত 'মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে' (এমডিসি) বন্দি রয়েছেন।

ছেলের এই আহ্বানে ভেনেজুয়েলার সাধারণ মানুষ কতটা সাড়া দেয়, সেটাই এখন দেখার বিষয়।