ঢাকা, শুক্রবার, জানুয়ারী ৯, ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২
Logo
logo

ট্রাম্প কি মোদিকেও অপহরণ করবেন? কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ভারতীয় রাজনীতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম

ট্রাম্প কি মোদিকেও অপহরণ করবেন? কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ভারতীয় রাজনীতি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে এনে ভারতেও তেমন কিছু ঘটতে পারে কি না—এমন বিস্ফোরক মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন।

মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে—এমন ঘটনার প্রেক্ষাপটে চবন তার পোস্টে প্রশ্ন তোলেন, “ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটতে পারে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন?”

এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই চবনের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় ওঠে। জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ একে সমগ্র ভারতের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী চবনের বক্তব্যকে ‘ব্রেন ডেড’, ‘অশিক্ষিত’ এবং ‘মূর্খতাপূর্ণ’ বলে আখ্যা দেন। তাদের যুক্তি, ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করাই হাস্যকর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ নিয়েও কথা বলেন। তিনি বলেন, “৫০ শতাংশ শুল্ক থাকলে কার্যত কোনো বাণিজ্যই সম্ভব নয়। এতে ভারতের ওপর মারাত্মক অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। তাই আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে, আর সেই দিকেই ইতোমধ্যে চেষ্টা শুরু হয়েছে।”

চবন আরও প্রশ্ন তোলেন, “ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন, তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে?”

এর জবাবে এসপি বৈদ কড়া ভাষায় বলেন, “ট্রাম্প ভেনেজুয়েলা ও মাদুরোর সঙ্গে যা করেছেন, তা নরেন্দ্র মোদির ক্ষেত্রেও হওয়া উচিত—এমন ভাবনা পুরো দেশের জন্য অপমানজনক। কথা বলার আগে অন্তত ভাবা উচিত, পৃথ্বীরাজ চবনের। নাকি এটাই এখন কংগ্রেসের আসল আদর্শ, যা প্রকাশ্যে চলে আসছে?”