এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম

আগামী ঈদে মুক্তির পরিকল্পনায় থাকা একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং ভারতের বিভিন্ন স্থানে হওয়ার কথা ছিল। ভারতের অভিনেতা ও প্রযুক্তি সহায়তাও যুক্ত হওয়ার কথা ছিল। তবে ভিসা জটিলতা, অনুমতি পাওয়ার দীর্ঘসূত্রতা এবং দুই দেশের শিল্পী-কলাকুশলীদের মধ্যে সাম্প্রতিক অস্বস্তি সব মিলিয়ে প্রযোজক ও পরিচালকদের ভারত বাদ দিয়ে নতুন গন্তব্য খুঁজতে বাধ্য করেছে। এই নতুন গন্তব্য হল শ্রীলঙ্কা।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা টানাপোড়েনে আছে। এর প্রভাব পড়েছে সিনেমা প্রযোজনা ক্ষেত্রে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান এখন শ্রীলঙ্কার সুন্দর ও বৈচিত্র্যময় লোকেশন ব্যবহার করার পরিকল্পনা করছে।
‘রাক্ষস’ সিনেমার পরিচালক মেহেদী হাসান ২৮ সদস্যের একটি ইউনিট নিয়ে গত রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সেখানে টানা ১৮ দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। মেহেদী বলেন,
“পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের ভিসা পাওয়া আগের মতো সহজ হবে না। আর আমাদের প্রয়োজনীয় লোকেশন শ্রীলঙ্কায় সহজে পাওয়া যাচ্ছে। তাই আমরা শ্রীলঙ্কাকে বেছে নিয়েছি।”
‘রাক্ষস’ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পাশাপাশি শ্রীলঙ্কার শুটিংয়ে যুক্ত হবেন একজন বলিউড খল অভিনেতাও।
আজ মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস অ্যাপোন আ টাইম ইন’ ছবির শুটিং। শাকিব খান অভিনীত এই সিনেমা ঈদে মুক্তির লক্ষ্যেই নির্মাণ হচ্ছে। প্রাথমিকভাবে ছবির বড় অংশ ভারতের হায়দরাবাদে, পরে কলকাতায় শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয় শ্রীলঙ্কায় শুটিং করার।
সিনেমার টিম জানিয়েছে, অনেক শিল্পীর ভিসা সময়মতো না আসায় কাজ পিছিয়ে যেত। এছাড়া শ্রীলঙ্কায় একই ধরনের লোকেশন সহজে পাওয়া যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতের কিছু অংশেও শুটিং করা হতে পারে।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন। এর মধ্যে কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু ও ঢাকার তাসনিয়া ফারিণ প্রকাশ্যে এসেছে। তৃতীয় নায়িকার নাম এখনও গোপন রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আরও তিনটি ছবির পরিচালক জানিয়েছেন, তারা ভারতের বদলে শ্রীলঙ্কায় গানের শুটিং করার পরিকল্পনা করছেন। শুধু সিনেমা নয়, বড় বাজেটের বেশ কয়েকটি গানের শুটিং ক্ষেত্রেও শ্রীলঙ্কা এখন প্রযোজক ও শিল্পীদের পছন্দ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং পরিকল্পনায় বারবার পরিবর্তন হতে পারে।