এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবার বলিউডের দুই নায়িকা আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদীন দীঘির সাথে একটি নতুন ওয়েব ফিল্মে দেখা দিতে চলেছেন। যদিও এখনো সিনেমাটির শিরোনাম চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে, গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই এর শুটিং শুরু হয়ে গেছে।
এটি একটি ডার্ক থ্রিলার ধাঁচের গল্প নিয়ে তৈরি হচ্ছে, যার পরিচালক হচ্ছেন সুমন ধর। ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "গল্পে চরিত্রের প্রয়োজনে যাদের মনে হয়েছে, তারাই এই ছবির অভিনয়শিল্পী। প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে কাজটা করছি। ঠিকঠাকভাবে শেষ করে মুক্তি দিতে চাই।"
ইরফান সাজ্জাদের উচ্ছ্বাস
অভিনেতা ইরফান সাজ্জাদ এই প্রকল্প নিয়ে বেশ উৎসাহিত। তিনি বলেন, "বরাবরই আমার ডার্ক থ্রিলার ধাঁচের গল্প খুবই পছন্দের। এই ধরণের গল্প দেখার ক্ষেত্রে যেমন প্রাধান্য থাকে, তেমনি অভিনয়ের প্রস্তাব পেলেও না করিনা। আমার চরিত্রের অনেকগুলো স্তর আছে, মনে হয়েছে অভিনয় করার অনেক সুযোগ আছে। কয়েকদিনের শুটিং আমার জন্য বেশ উপভোগ্য ছিল।"
দীঘি ও ভাবনার সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, "ভাবনার সঙ্গে আমার বেশ কয়েকটি কাজ করা হয়েছে, সে খুবই ভালো অভিনয়শিল্পী। মন দিয়ে কাজ করে, সহশিল্পী হিসেবেও বেশ সাপোর্টিভ। আর দীঘির সঙ্গে প্রথমবার কাজ করছি, তাকেও সহশিল্পী হিসেবে দারুণ মনে হয়েছে। আনন্দ নিয়েই কাজটা করছি।"
দীঘির পরিচালককে আস্থা
এর আগেও সুমন ধরের একাধিক ওয়েব ফিল্মে কাজ করা দীঘি নির্মাতার প্রশংসা করে বলেন, "সুমনের প্রতিটা গল্পই ভিন্নরকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। তা ছাড়া ওর সঙ্গে কাজ করার ক্ষেত্রে একটা সাচ্ছন্দ্য আছে।" দীঘি ইতিমধ্যেই সুমনের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন।
ভাবনার নতুন চ্যালেঞ্জ
নতুন এই ছবি প্রসঙ্গে আশনা হাবিব ভাবনা বলেন, "এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। গল্পটা খুবই চমৎকার। চরিত্র সম্পর্কে ধারণা দিতে খুব শিগগিরই পোস্টার প্রকাশ করা হবে। আর আমি কাজটা ভীষণ আনন্দ নিয়ে করছি।" বর্তমানে তার ‘যাপিত জীবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, দুই নায়িকা ও এক নায়ক নিয়ে এই ওয়েব ফিল্মটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি করা হচ্ছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ নিয়ে আসবে।