ঢাকা, শুক্রবার, জানুয়ারী ৯, ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২
Logo
logo

ইরফান-ভাবনা-দীঘির জমজমাট জুটি! নতুন ওয়েব ফিল্মে থ্রিলারের গল্পে সাজ্জাদ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

ইরফান-ভাবনা-দীঘির জমজমাট জুটি! নতুন ওয়েব ফিল্মে থ্রিলারের গল্পে সাজ্জাদ

এবারের ওয়েব ফিল্মে অভিনেতা ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের দুই তারকা আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদিন দীঘি। সুমন ধরের পরিচালনায় নির্মিত এই ডার্ক থ্রিলার ঘরানার ওয়েব ফিল্মটির শুটিং ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, সুমন ধর পরিচালিত 'শেষ চিঠি' ও 'ফেরা' নামের দুটি ওয়েব ফিল্মে ইতিমধ্যেই অভিনয় করেছেন দীঘি। এবার আবারও এই নির্মাতার নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করেছেন তিনি।

নাম এখনো গোপন

ওয়েব ফিল্মটির নাম এখনো চূড়ান্ত হয়নি এবং গল্পের বিস্তারিতও প্রকাশ করা হয়নি। নির্মাতা সুমন ধর শুধু এতটুকুই জানান, "এটি মূলত গল্পনির্ভর একটি কাজ। চরিত্রের প্রয়োজনে এতে ইরফান সাজ্জাদ, ভাবনা ও দীঘিকে নেওয়া হয়েছে। শিল্পীরাও তাঁদের সেরাটা দিয়ে কাজ করছেন। আশা করছি দর্শক কাজটি উপভোগ করবেন। এটি একটি থ্রিলার ঘরানার গল্প, যা দর্শকের কাছে উপভোগ্য হবে বলে আমি বিশ্বাস করি।"

দীঘির আস্থা

দীঘি সুমন ধরের প্রতি তার আস্থার কথা জানিয়ে বলেন, "সুমন ধর সব সময় ভিন্ন ঘরানার গল্পে কাজ করতে পছন্দ করেন। এবারও তেমন একটি গল্প বেছে নিয়েছেন। এর আগে দুটি কাজ করার অভিজ্ঞতা আছে আমার। দুটি ওয়েব ফিল্ম থেকে ভালো সাড়া পেয়েছি। আশা করছি এবারও সবার ভালো লাগবে।"

নতুন সহশিল্পীর অভিজ্ঞতা

ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা আগেও একসাথে কাজ করলেও, দীঘি প্রথমবারের মতো তাদের সঙ্গে অভিনয় করছেন। তিনি এই অভিজ্ঞতাকে 'ভালো' বলে আখ্যায়িত করে বলেন, "দুজনের সঙ্গে প্রথমবার কাজ করলেও অভিজ্ঞতা অনেক ভালো। তারা খুব সাপোর্টিভ। আমরা খুব মজা করে শুটিং করছি।" ইরফান সাজ্জাদও এই প্রকল্প নিয়ে বেশ আশাবাদী।

কখন মুক্তি?

নির্মাতা জানান, ওয়েব ফিল্মটি আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে তৈরি করা হচ্ছে। তবে এটি ঠিক কোন ওটিটি প্ল্যাটফর্মে 5 ইত্যাদি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু বলেননি তিনি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফিল্মটির শিরোনাম এবং মুক্তির প্ল্যাটফর্ম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সুমন ধর।

দর্শকদের মধ্যে ইতিমধ্যেই এই নতুন ওয়েব ফিল্মটি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে।