ঢাকা, শনিবার, জানুয়ারী ১০, ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২
Logo
logo

মঈন আলীর 'বুমবুম' পারফরম্যান্সে ঢাকাকে মাতিয়ে জয় সিলেট টাইটান্সের!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

মঈন আলীর 'বুমবুম' পারফরম্যান্সে ঢাকাকে মাতিয়ে জয় সিলেট টাইটান্সের!

বল হাতে যেমন, ব্যাট হাতে তেমন! অলরাউন্ডার মঈন আলীর অসাধারণ পারফরম্যান্সে বিপিএলের একটি ম্যাচে স্বস্তির জয় পেল সিলেট টাইটান্স। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মঈন ব্যাট হাতে মাত্র ৮ বলেই করেছিলেন ২৮ রান, আর বোলিংয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছিলেন ২টি মূল উইকেট।

সিলেট টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। জবাবে ঢাকা ক্যাপিটালস ২০ ওভার শেষ করতে পারে মাত্র ১৬০ রানেই। ফলে ২০ রানের বড় ব্যবধানে জয় পায় সিলেট।

মঈন-ওমরজাইয়ের ঝড়ে সিলেটের বড় স্কোর

টস জিতে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন সিলেটকে ব্যাটিংয়ে পাঠান এবং চাপে রাখার চেষ্টা করেন। শুরুটা সিলেটের ভালো হয় পারভেজ হোসেন ইমন (৩২) ও তৌফিক খান তুষারের (১৭) জুটিতে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই এবং মঈন আলী। ওমরজাই করেন ২৩ বলে ৩৩ রান। আর মঈন আলী আসেন এবং মাত্র ৮ বলেই ২টি চার ও ৩টি ছক্কায় উড়িয়ে দেন ২৮ রান, যা ইনিংসের গতিই বদলে দেয়। ঢাকার পক্ষে জিয়াউর রহমান ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন।

ঢাকার জবাব: গুরবাজের অর্ধশতকই শেষ কথা নয়

জবাবে ঢাকা ওপেনিং জুটিতে রহমানুল্লাহ গুরবাজ ও আবদুল্লাহ আল মামুন ৫৬ রানের জুটি গড়েন। গুরবাজ ৪৪ বলে ৩ চার ও ২ ছয়ের সাহায্যে করেন ৫১ রানের দারুণ অর্ধশতক। কিন্তু অন্যরা তাকে পর্যাপ্ত সাপোর্ট দিতে পারেননি। মামুন ২৪ রান, সাইফ হাসান ২২ এবং শেষ দিকে সাব্বির রহমান অপরাজিত ২৫ রান করলেও ঢাকার রান সবসময়ই প্রয়োজনীয় রেট থেকে পিছিয়ে ছিল।

মঈন ও সালমানের বোলিং নৈপুণ্য

সিলেটের বোলিং আক্রমণে ঢাকাকে পুরোপুরি চাপে রাখেন সালমান ইরশাদ (৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট) এবং মঈন আলী (৪ ওভারে ২০ রানে ২ উইকেট)। তাদের এই অর্থনৈতিক ও কার্যকর বোলিং ঢাকার রান প্রবাহ রুখে দেয় এবং জয় নিশ্চিত করে।

সিলেট টাইটান্স তাদের এই জয় দিয়ে টেবিলে ভালো অবস্থান ধরে রাখল, আর ঢাকা ক্যাপিটালসের জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা।