ঢাকা, শনিবার, জানুয়ারী ১০, ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২
Logo
logo

১৭৫ কোটি পাকিস্তানি রুপিতে পিএসএলে হায়দরাবাদ! ইন্দোনেশিয়ার এফকেএস গ্রুপের বড় চমক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

১৭৫ কোটি পাকিস্তানি রুপিতে পিএসএলে হায়দরাবাদ! ইন্দোনেশিয়ার এফকেএস গ্রুপের বড় চমক

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে সপ্তম ফ্রাঞ্চাইজি হিসেবে যোগ দিচ্ছে হায়দরাবাদ। ১৭৫ কোটি পাকিস্তানি রুপিতে ফ্রাঞ্চাইজিটির মালিকানা নিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান এফকেএস গ্রুপ।

পাকিস্তানের ইসলামাবাদে আজ পিএসএলের ফ্রাঞ্চাইজি নিলাম হয়েছে। সেখানে নতুন দল হিসেবে হায়দরাবাদের নাম ঘোষণা করা হয়।
হায়দরাবাদের বিডিং শুরু হয়েছিল ১১০ কোটি রুপি থেকে। শেষ পর্যন্ত দাম উঠে ১৭৫ কোটি রুপি। ফাইনাল বিডে দলটি কিনে নেয় এফকেএস গ্রুপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসএলের সিইও সালমান নাসের। তিনি পিএসএল ম্যানেজমেন্টের প্রশংসা করেন।

নাসের বলেন, ‘পিএসএল শুধু টিকে নেই, বরং ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এজন্য ফ্রাঞ্চাইজি ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো প্রশংসা পাওয়ার যোগ্য।’
ম্যানেজমেন্ট ও স্পন্সরদের প্রশংসার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির প্রশংসা করেন নাসের।
এই নিলামের মাধ্যমে পিএসএলে নতুন করে দুটি দল যোগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগে মুলতান সুলতানসের মালিক ছিলেন আলী তারিন। কিন্তু তিনি নিলাম থেকে সরে দাঁড়ান। এরপর ৯টি গ্রুপ নিলামে অংশ নেয়।

২০২৬ মৌসুমে যারা নিলামে দল জিতবে, তারা রাওয়ালপিন্ডি, হায়দরাবাদ, ফয়সালাবাদ, গিলগিট, মুজাফফরাবাদ অথবা শিয়ালকোট—এই শহরগুলোর যেকোনো একটির নামে দল রাখতে পারবে।
পিএসএলের ১১তম সংস্করণ শুরু হবে ২৬ মার্চ। চলবে ৩ মে পর্যন্ত। জানুয়ারির শেষ সপ্তাহে হতে পারে প্লেয়ার ড্রাফট।