এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত জয় হাসিল করল রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নিয়েছে শাবি আলোনসোর দল। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগো রিয়ালের দ্বিতীয় গোল করলে ব্যবধান কমান আতলেতিকোর আলেকসান্দার সরলথ।
একই মাঠে আগামী রোববার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
চোটে থাকা কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরের প্রথম দুই ম্যাচেই জয় পেল রিয়াল। একই সঙ্গে গত সেপ্টেম্বরে লা লিগায় আতলেতিকোর মাঠে ৫-২ গোলের হারের ক্ষতেও কিছুটা প্রলেপ দিতে পারল লস ব্লাঙ্কোসরা।
পরিসংখ্যান বলছে, ম্যাচে দাপট ছিল আতলেতিকোরই। প্রায় ৫৫ শতাংশ বল দখলে রেখে তারা ২২টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। তবে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া একাই ৫টি শট ঠেকিয়ে দেন। অন্যদিকে রিয়াল নেয় ৮টি শট, এর ৪টিই ছিল লক্ষ্যে।
লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৫-১ গোলের জয়ের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই আতলেতিকোর বিপক্ষে দল সাজান শাবি আলোনসো। ম্যাচের প্রথম মিনিটেই জুড বেলিংহ্যাম আতলেতিকোর বক্সের বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় রিয়াল। প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত বুলেট গতির ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন ফেদে ভালভের্দে।
এর আগের দিন আরেক সেমিফাইনালে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে বার্সেলোনা। ফলে টানা চতুর্থবারের মতো সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। গত বছর এই আসরের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল কাতালানরা।