এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ পিএম

ভারতে অনুষ্ঠেয় আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাংলাদেশের ‘বিকল্প পথ’ কার্যত বন্ধ করে দিয়েছে ভারত সরকার। সব জল্পনা-কল্পনার মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) শেষ পর্যন্ত ভারতেই খেলতে রাজি হতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশসহ সব দলকে স্বাগত জানাতে তারা প্রস্তুত। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত সরকার ও বিসিসিআই। তবে ম্যাচ খেলবে কি না বা ভেন্যু পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে আইসিসি বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করে দেয়। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে না খেলানোর ঘটনার পর দ্বিতীয়বারের মতো বিসিবি আবারও আইসিসির কাছে ম্যাচ সরানোর আবেদন জানায়। তবে এবারও ইতিবাচক কোনো ইঙ্গিত মেলেনি।
অলিম্পিক নীতিই মানবে ভারত, সিদ্ধান্ত বাংলাদেশের হাতে
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার আন্তর্জাতিক টুর্নামেন্টে অলিম্পিক ক্রীড়া নীতিই অনুসরণ করবে। বাংলাদেশ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। তবে বাংলাদেশ সরকার বা বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে ভারতীয় কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেখাবে না।
একটি সূত্র জানিয়েছে, “বাংলাদেশ সরকার তাদের অবস্থান স্পষ্ট করলে তবেই ভারত প্রতিক্রিয়া জানাবে।”
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রীড়া নীতির তুলনা টেনে সূত্রটি জানায়, পাকিস্তানের ক্ষেত্রে আলাদা নীতি রয়েছে। ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজ নয়, এমনকি বহুজাতিক টুর্নামেন্টেও নিরপেক্ষ ভেন্যুতে খেলার একটি বোঝাপড়া রয়েছে বিসিসিআই ও পিসিবির মধ্যে।
বাংলাদেশকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস ভারতের
ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশ দল এলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের হাতে বলেও জানানো হয়েছে।
সূত্রের ভাষায়, “বাংলাদেশ দল এলে পূর্ণ নিরাপত্তা থাকবে। আমরা সব দেশকে স্বাগত জানাই। তারা আসবে কি না, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।”
এদিকে ভারতেই খেলতে না চাওয়ার পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়, যা টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ।
সরকার–পরামর্শকের সঙ্গে বৈঠকের পর আবার আইসিসিকে চিঠি বিসিবির
টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর আবারও আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। সেই চিঠিতে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তৃত উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।
বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, “আইসিসি যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো জানতে চেয়েছিল, বিসিবি সেগুলো পরিষ্কারভাবে জানিয়েছে।” তবে এখন পর্যন্ত ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
সব মিলিয়ে চাপা উত্তেজনা আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতেই বিশ্বকাপ খেলতে প্রস্তুত হতে হচ্ছে বাংলাদেশকে।