ঢাকা, রবিবার, জানুয়ারী ১১, ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২
Logo
logo

গুলশানে কূটনৈতিক বৈঠক: তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম

গুলশানে কূটনৈতিক বৈঠক: তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আজ

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য ও কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে আয়োজিত একটি সাক্ষাৎ।

এই সময় বিএনপি এবং ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তাও উপস্থিত ছিলেন।