এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম

ক্রিকেট বিশ্বকাপ ইস্যু নিয়ে চলমান বিতর্কে নতুন ইন্ধন দিলেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম পাপন। তামিম ইকবালকে নিয়ে একটি বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস দিয়েই আলোচনায় ফেলেছেন নিজেকে, যদিও পরে তিনি সেই পোস্টটি মুছে ফেলেছেন।
গতকাল ৮ জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন নাজমুল। সেখানে তিনি লেখেন, "মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-২০ বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাও এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন।"
"এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটা আমার ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না," যোগ করেন তিনি।
তামিমের একটি ছবি সংবলিত ফটোকার্ড শেয়ার করে নাজমুল তাকে 'পরিক্ষিত ভারতীয় দালাল' বলে উল্লেখ করেন। যদিও শীঘ্রই তিনি এই পোস্টটি মুছে ফেলেন, তবে এর স্ক্রিনশট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফলে এই নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা।
এই ঘটনার আগের দিন বৃহস্পতিবার, একটি অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন তামিম ইকবাল। সেখানে তিনি দাবি করেন, "আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।"
তিনি আরও বলেন, "হুটহাট সিদ্ধান্ত না নিয়ে এবং প্রকাশ্যে মন্তব্য না করে, বিসিবির উচিত সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি অভ্যন্তরীণ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা সবার সামনে উপস্থাপন করা।"
প্রসঙ্গত, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর থেকেই এই বিতর্কের শুরু। এরপর নিরাপত্তা ঝুঁকির কথা বলে আগামী টি-২০ বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ম্যাচ খেলতে যেতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নিয়ে কয়েক দিন ধরে চলছে নানা জল্পনা-কল্পনা।