এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে ‘জ্ঞানের লাইব্রেরি’ বলে আখ্যা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা জোভান আহমেদ। একটি টিভি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে প্রথম দেখা ও অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের আলাপচারিতায় সঞ্চালক জানতে চান, কিছুদিন আগে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আপনার দেখা হয়েছিল, সেখানে আরও কয়েকজন অভিনেতাও উপস্থিত ছিলেন। সেই সাক্ষাতে শাকিব খানের কাছ থেকে কী ধরনের উপদেশ বা অভিজ্ঞতা পেয়েছেন?
এই প্রশ্নের জবাবে জোভান আহমেদ বলেন, “হি ইজ লাইব্রেরি অব নলেজ। উনার অভিজ্ঞতা বিশাল। উনার সঙ্গে পাঁচ-দশ মিনিট কথা বললে কিছুই বোঝা যাবে না। আপনি যদি ভাগ্যবান হন, যদি অন্তত এক ঘণ্টা সময় পান, তাহলে বলব—আপনি সত্যিই খুব ভাগ্যবান।”
উচ্ছ্বাস লুকিয়ে না রেখে জোভান আরও বলেন, “উনার সঙ্গে এক ঘণ্টা কথা বলার সুযোগ পেলে আর কিছু লাগে না। উনার সঙ্গে এটিই ছিল আমার প্রথম সাক্ষাৎ। প্রায় ২০–৩০ মিনিট সামনে বসে ছিলাম। পুরো সময়টাই মুগ্ধ হয়ে উনার কথা শুনেছি। একটা কথাও বলতে পারিনি। তখনই মনে হয়েছে—হি ইজ লাইব্রেরি অব নলেজ। উনার অভিজ্ঞতা এই প্রজন্মের কেউ সহজে ছাড়িয়ে যেতে পারবে না। সত্যিই এটি ছিল অসাধারণ একটি মিটিং।”
জোভান আহমেদের এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের বড় একটি অংশ তার মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। আবার কেউ কেউ জোভানকে কটাক্ষ করতেও ছাড়েননি। পাশাপাশি শাকিব খানকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
উল্লেখ্য, গত বছরের জুন মাসের দিকে শাকিব খানের সঙ্গে দেখা করেছিলেন জোভান আহমেদ। সেই সময় মেগাস্টারের সঙ্গে একটি ছবিও তুলেছিলেন তিনি, যা পরে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। বিষয়টি নিয়ে তখন জোভান বলেছিলেন, “হঠাৎ করেই একটি আয়োজনে আমাদের দেখা হয়। সেখানে সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ আরও অনেকে ছিলেন। দেখা হওয়ার পর মনে হলো, এই মুহূর্তটা ধরে রাখতে একটি ছবি তুলে রাখি।”