ঢাকা, রবিবার, জানুয়ারী ১১, ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২
Logo
logo

তারেক রহমানের সরাসরি অনুরোধ: ‘আমাকে মাননীয় বলবেন না’, সাংবাদিকদের সামনে কড়া কথা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

তারেক রহমানের সরাসরি অনুরোধ: ‘আমাকে মাননীয় বলবেন না’, সাংবাদিকদের সামনে কড়া কথা!

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সামনে স্পষ্ট করে বলেছেন, তাকে যেন ‘মাননীয়’ বলে সম্বোধন না করা হয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ঢাকার একজন সাংবাদিক নেতা বিএনপির প্রধানকে ‘মাননীয়’ বলে সম্বোধন করার পর তারেক রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিলো।”

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের জন্য এই সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছেই বিএনপির এই শীর্ষ নেতা সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে একে একে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।