ঢাকা, রবিবার, জানুয়ারী ১১, ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২
Logo
logo

আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের নয়—দেশের আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে, বললেন ফাওজুল কবির খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের নয়—দেশের আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে, বললেন ফাওজুল কবির খান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তার ভাষায়, এই নির্বাচন শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ বা গতানুগতিক নির্বাচন নয়। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে সরকার কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না। তিনি আরও বলেন, “জুলাইয়ের অভ্যুত্থান হয়েছিল কারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণ যাকেই ভোট দেবে, সেই প্রার্থীই বিজয়ী হবেন।”

গণভোট প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে জানান, এতে চারটি প্রশ্ন নিয়ে একটি ‘প্যাকেজ’ থাকবে। যারা দেশের সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা সংস্কার চান না, তারা ‘না’ ভোট দেবেন। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।

জনগণই দেশের সবচেয়ে ক্ষমতাবান—এ কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সবাই নাগরিকদের সচেতন হয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।