ঢাকা, রবিবার, জানুয়ারী ১১, ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২
Logo
logo

হাদি হত্যা মামলার 'মস্তিষ্ক' বাপ্পি কলকাতার ফ্ল্যাটে? ডিবির খোঁজে চাঞ্চল্যকর তথ্য, ভারতীয় পুলিশ নিশ্চুপ!"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

হাদি হত্যা মামলার 'মস্তিষ্ক' বাপ্পি কলকাতার ফ্ল্যাটে? ডিবির খোঁজে চাঞ্চল্যকর তথ্য, ভারতীয় পুলিশ নিশ্চুপ!"

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনায় ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আর এই ঘটনার মূল পরিকল্পনাকারী বাপ্পি এখন গা ঢাকা দিয়ে রয়েছেন ভারতের কলকাতায় বলে তাদের দাবি।

ডিবির তথ্য অনুযায়ী, বাপ্পি কলকাতার রাজারহাট, ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলি নামের একটি পাড়ায় চার তলা একটি বিল্ডিংয়ের প্রথম তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের আরও চার থেকে পাঁচজন নেতাকর্মী, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছেন তারা। বাংলাদেশের পুলিশ কর্মকর্তার পরিচয়েই তারা সেখানে থাকছেন বলে শোনা যায়। তবে সাংবাদিকরা যখন সেই ফ্ল্যাটে পৌঁছান, তখন বাপ্পিকে দেখা যায়নি। ওই ফ্ল্যাট শেয়ার করা ঢাকার দুই যুবলীগ নেতা জানান, বাপ্পি সেখানে নেই।

ডিবির দাবি, হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বাপ্পি ছাড়াও শ্যুটার ফয়সাল করিম এবং তাকে সহযোগিতাকারী আলমগীর হোসেনও ভারতে পালিয়ে আছেন।

তবে এই অভিযোগ নিয়ে দ্বিমত আছে। আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে, বাপ্পি ইতিমধ্যে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছেন। অন্যদিকে, স্থানীয় নারায়নপুর থানা এবং বিধান নগর পুলিশ কমিশনারের অফিস এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। তারা বলে, হাদি হত্যার আসামিরা কলকাতায় লুকিয়ে আছেন, এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

যেহেতু বিষয়টি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, তাই এই সংবেদনশীল বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্মকর্তারা।