ঢাকা, রবিবার, জানুয়ারী ১১, ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২
Logo
logo

রিশাদের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত অ্যাডিলেড, বিগ ব্যাশে শীর্ষস্থান আরও শক্ত করল হোবার্ট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

রিশাদের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত অ্যাডিলেড, বিগ ব্যাশে শীর্ষস্থান আরও শক্ত করল হোবার্ট

শুক্রবার ৯ জানুয়ারি অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে নিজেদের মাঠ বেলেরাইভ ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে হোবার্ট হারিকেন্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তোলে ১৭৮ রান। এদিন ব্যাট হাতে নামতে হয়নি রিশাদকে। তবে শেষ দিকে ঝোড়ো ক্যামিও খেলেন মিচেল ওয়েন। মাত্র ৯ বলে ২টি চার ও ৪টি ছক্কায় করেন সর্বোচ্চ ৩৩ রান।

হোবার্টের ইনিংসে কেউই লম্বা সময় উইকেটে টিকে থাকতে পারেননি। তবু একের পর এক ক্যামিও ইনিংসে ভর করেই তারা সংগ্রহ করে লড়াই করার মতো পুঁজি।

রেহান আহমেদ ১৭ বলে ২টি চার ও ২টি ছক্কায় করেন ২৯ রান। ম্যাথু ওয়েড ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় যোগ করেন ২৭ রান। নিখিল চৌধুরী করেন ২৩ রান। অ্যাডিলেডের হয়ে লুক উড ও জেমি ওভারটন নেন ২টি করে উইকেট।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভয়াবহ শুরু করে অ্যাডিলেড। মাত্র ৮ রানেই তারা হারায় ৪ উইকেট। হোবার্ট অধিনায়ক নাথান এলিস ও রাইলি মেরেডিথ নেন ২টি করে উইকেট। এরপরই ম্যাচে আসে রিশাদের জাদু। দুর্দান্ত বোলিংয়ে তিনি নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, ভেঙে দেন অ্যাডিলেডের মেরুদণ্ড।

তবে এক প্রান্তে দৃঢ় ছিলেন লিয়াম স্কট। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। দল জিতলে ৫৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় করা তার ৯১ রানের ইনিংসটি হতে পারত ম্যাচ জেতানো। কিন্তু অন্য প্রান্তে কোনো সঙ্গই পাননি তিনি।

স্কট ছাড়া অ্যাডিলেডের হয়ে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল লুক উড (১১)। বাকি ব্যাটাররা সবাই ব্যর্থ হওয়ায় স্কটের ৯১ রান বাদ দিলে পুরো দল মিলে করে মাত্র ৫০ রান। হোবার্টের হয়ে রিশাদ নেন সর্বোচ্চ ৩ উইকেট, আর এলিস ও মেরেডিথ নেন ২টি করে।

এই জয়ে বিগ ব্যাশের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। ৮ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট এখন ১২। সমান ৮ পয়েন্ট নিয়ে পরের অবস্থানগুলোতে রয়েছে পার্থ স্কচার্স, মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্স।