ঢাকা, রবিবার, জানুয়ারী ১১, ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২
Logo
logo

আইপিএলে মোস্তাফিজ বিতর্কে শশী থারুরের বোমা! 'এক বাঁহাতি পেসারে ওলটপালট' হয় যে জাতি, তার মর্যাদা থাকে?"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

আইপিএলে মোস্তাফিজ বিতর্কে শশী থারুরের বোমা! 'এক বাঁহাতি পেসারে ওলটপালট' হয় যে জাতি, তার মর্যাদা থাকে?"

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন তীব্র সমালোচনার মুখে। এই সিদ্ধান্ত নিয়ে সরাসরি কড়া ভাষায় কথা বলেছেন ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। তার মতে, এই সিদ্ধান্ত এখন 'দূর্গন্ধ' ছড়াচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে থারুর লিখেছেন, 'সামাজিক মাধ্যমের ক্ষোভ শান্ত করতে তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।'

তিনি আরও তীব্র ভাষায় যোগ করেন, 'এটা প্রমাণ করল যে আমাদের কূটনীতি কতটা ভঙ্গুর, যা একটি জাতির মর্যাদাহানি ঘটায়। বেগুনি জার্সি পরা একজন বাঁহাতি পেসারের উপস্থিতিতে আমাদের অবস্থান ওলটপালট হয়ে যেতে পারে! এটি আমাদের সভ্যতার আদর্শকে খাটো করে। আমরা এমন এক জাতি হিসেবে আচরণ করছি না, যার মন এবং হৃদয় যথেষ্ট বড়।'

থারুর তার লেখায় আরও উল্লেখ করেন, 'সীমান্তের ওপারে রাজনৈতিক অস্থিরতার খবরের প্রতিক্রিয়ায় মোস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটারকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্তটি খুবই দুর্ভাগ্যজনক। এতে আইপিএলের মূল চেতনাই ক্ষুণ্ন হয়েছে।'

তিনি যুক্তি দেখিয়ে বলেন, 'যখন বিসিসিআই কোনো খেলোয়াড়কে যাচাই করে নিলামের তালিকায় রাখে, তখন তিনি একটি পেশাদার ব্যবস্থার অংশ হয়ে যান। সেই ফ্র্যাঞ্চাইজিকে শাস্তি দেওয়া বা কোনো খেলোয়াড়কে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার চাপ টুর্নামেন্টের সততাকে প্রশ্নের মুখে ফেলে।'

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিভিন্ন ভারতীয় সংগঠন কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দাবি করে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেনে নেয়নি। এর জের ধরে বিসিবি এখন বাংলাদেশ দলকে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঠানো নিয়ে আপত্তি জানিয়েছে। এমনকি বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।