ঢাকা, রবিবার, জানুয়ারী ১১, ২০২৬ | ২৮ পৌষ ১৪৩২
Logo
logo

সেন্সর বোর্ডের জটে থালাপতি বিজয়ের শেষ ছবি আটকে, মুক্তি পিছিয়ে হতাশ ভক্তরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

সেন্সর বোর্ডের জটে থালাপতি বিজয়ের শেষ ছবি আটকে, মুক্তি পিছিয়ে হতাশ ভক্তরা

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’ ঘিরে গত কয়েক দিন ধরেই চলছে টানাপোড়েন। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ৯ জানুয়ারি। অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া মিললেও শেষ মুহূর্তে এসে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ভারতের মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের নোটিশ অনুযায়ী, আগামী ২১ জানুয়ারির আগে কোনোভাবেই মুক্তি পাচ্ছে না ছবিটি।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, সেন্সর বোর্ড নতুন করে সিনেমাটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে নির্মাতারা চাইলে একটি সম্ভাব্য মুক্তির তারিখ নির্ধারণ করে সেন্সর বোর্ডকে জানাতে পারবেন। ২১ জানুয়ারির পর মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ আবার মামলাটি শুনে পরবর্তী নির্দেশনা দেবেন। ততদিন পর্যন্ত সিনেমাটি মুক্তির কোনো সুযোগ নেই।

এর ফলে আবারও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ‘জন নায়াগান’-এর মুক্তি। বিষয়টি নিয়ে ভীষণ ক্ষুব্ধ থালাপতি বিজয়।

উল্লেখ্য, ‘জন নায়াগান’ বড় পর্দায় মুক্তির জন্যই প্রস্তুত ছিল। কিন্তু সেন্সর বোর্ড সময়মতো ছাড়পত্র না দেওয়ায় নির্মাতারা মুক্তির দিন পিছিয়ে দিতে বাধ্য হন।

এখনও নতুন কোনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। সেন্সর বোর্ড আগেই ছবিটির কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলে। সে কারণেই এখনো ছাড়পত্র মেলেনি। এই দীর্ঘসূত্রতার অভিযোগে প্রযোজকেরা মাদ্রাজ হাইকোর্টে মামলা করেন। তাদের দাবি, এক মাসেরও বেশি আগে ছবি জমা দেওয়া হলেও অকারণে দেরি করা হচ্ছে। শুনানিতে বিচারপতি পি টি আশা পুরো বিষয়টি খতিয়ে দেখেন।

প্রথম দফায় সেই মামলায় বিজয়ের পক্ষেই রায় আসে। তবে এতে সন্তুষ্ট ছিল না সেন্সর বোর্ড। তারা সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে আবেদন করে। শুক্রবার বিকেলের শুনানিতে সেন্সর বোর্ডের পক্ষেই রায় যায়। এতে বিজয়ের ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, প্রায় তিন দশক ধরে তামিল ইন্ডাস্ট্রি শাসনের পর অভিনয় থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে এখন রাজ্য রাজনীতিতেই পুরোপুরি মনোযোগ দিতে চান এই জনপ্রিয় তারকা।