এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

হঠাৎ করেই ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ইসরায়েল থেকে তিনটি ফ্লাইটে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে রাশিয়া। এসব ফ্লাইটে মূলত রুশ কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগ করতে দেখা গেছে। স্থানীয় হিব্রো ও আঞ্চলিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
বৃহস্পতিবার ইসরায়েলি চ্যানেল ১৪–এর এক প্রতিবেদনে বলা হয়, মস্কোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই এই ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে রাশিয়া ও ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত আলাদা প্রতিবেদনে দাবি করা হয়েছে, জরুরি আদেশে রুশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, স্বাভাবিক সময়ের তুলনায় অস্বাভাবিক দ্রুতগতিতে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এত দ্রুত নাগরিক প্রত্যাহারের ঘটনা দেখে জল্পনা তৈরি হয়েছে—মস্কো সম্ভবত কোনো সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যার ভিত্তিতে হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ঠিক কী ধরনের তথ্য পেয়েছে রাশিয়া, কিংবা কোন পর্যায়ের ব্যক্তিদের ইসরায়েল থেকে সরানো হয়েছে, সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে নাগরিক প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে ক্রেমলিনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। রুশ কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। ফলে ইসরায়েলে হঠাৎ এই রুশ পদক্ষেপ ঘিরে রহস্য ও উদ্বেগ—দুটোই ক্রমেই বাড়ছে।